কলকাতা: অ্যালেন পার্কে বড়দিনের উৎসব সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।২৪ এবং ২৫ তারিখ শহরে যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এদিন বড়দিনের উৎসব সূচনায় এসে মুখ্যমন্ত্রী বলেন, ২৪ এবং ২৫ ডিসেম্বর এই দুটো দিন এখানে গাড়িঘোড়া চলবে না। পায়ে হেঁটে মানুষ উৎসবে সামিল হবে। এবং ভাল খাবার খাবে।'


প্রতি বছর বড়দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবে মেতে ওঠে কলকাতা-সহ বাংলা। যে প্রশংসা করলেন তিনি। এদিন তিনি জানিয়েছেন. চলতি বছরে ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর অবধি ক্রিসমাস ফেস্টিভ্যাল হবে। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, আপনারা তো জানেন, নববর্ষ এবং ক্রিসমাস প্রায় একসঙ্গেই হয়ে যায়। এখানে অনেক শিল্পী আসবেন। অনুষ্ঠান হবে। কারণ দেশের মধ্যে Cultural Capital হল কলকাতা।'


অপরদিকে এদিন ফের কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। 'অম্বেডকর নিয়ে ঘটনায় আমি স্তম্ভিত' বড়দিনের উৎসব সূচনায় এসে বলেন মুখ্যমন্ত্রী। অম্বেডকর ইস্যুতে এদিন উত্তপ্ত হয় সংসদ। সংবিধান স্রষ্টাকে অপমানের অভিযোগ ওঠে অমিত শাহের বিরুদ্ধে।আর তাকে কেন্দ্র করেই এদিন আইন প্রণয়নের মন্দিরের সামনেই বেনজির ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস এবং বিজেপি সাংসদরা।চলে রীতিমতো রক্তারক্তিকাণ্ড।


জখম হন বিজেপি সাংসদ। পায়ে চোট লাগে কংগ্রেস সভাপতি ও রাজ্য়সভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের। সংসদ ভবন চত্বরে ধাক্কাধাক্কির মধ্য়েই ওঠে 'জয় ভীম','জয় হিন্দ' স্লোগান। মাথায় আঘাত লাগে ওড়িশার বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গীর। এরপরেই রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার বিস্ফোরক অভিযোগ তোলে বিজেপি।


আরও পড়ুন, 'বাংলাদেশে ৬ বছরের শিশুকন্যার- সহ মায়ের রহস্যমৃত্যু', বিস্ফোরক অভিযোগ হিন্দু পরিবারের !


ওড়িশা বালেশ্বর বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গী বলেন, রাহুল গান্ধী একজন সাংসদকে ধাক্কা মারে, তিনি আমার ওপর পড়ে যান, আমি নীচে পড়ে যাই। বিজেপি সাংসদের অভিযোগ আপনি তাঁকে ধাক্কা মেরেছেন। তাঁর চোট লেগেছে,  সাংবাদিকের এই কথার উত্তরে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, না না, দেখুন, আপনাদের ক্যামেরায় নিশ্চয় থাকবে, এটা সংসদের প্রবেশ দ্বার, আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম। বিজেপি সাংসদ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, ধাক্কা দিচ্ছিলেন, আমাকে ধমকাচ্ছিলেন।' অভিযোগ, কংগ্রেস সাংসদের ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন উত্তরপ্রদেশের ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুতও। দুই বিজেপি সাংসদই হাসপাতালে ভর্তি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।