বীরভূম: ধূপগুড়ি উপনির্বাচনের মধ্যেই কাজলের মুখে বিজেপির স্তুতি। 'বিজেপি ভাল দল,' বলছেন খোদ তৃণমূলের বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি। এখানেই শেষ নয় তৃণমূল নেতার কথায়, "বিজেপি করলে আমার কোনও অসুবিধে নেই''। এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।                     

  


গরুপাচার মামলায় গত একবছর ধরে জেলে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বীরভূমে (Birbhum News) তৃণমূলের (TMC) সভাপতি পদ যদিও এখনও তাঁরই দখলে রয়েছে। কিন্তু তাঁর অনুপস্থিতিতে বীরভূমে এবার গুরুত্ব বেড়েছে কাজল শেখের- (Kajal Sheikh)। তাঁরই মুখে এবার শোনা গেল বিজেপির স্তুতি। তাও আবার ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কারের দিনই এমন মন্তব্য করলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি।                                             


কাজলের মুখে বিজেপির স্তুতি: নলহাটির এক সভায় বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, "বিজেপি ভাল দল। বিজেপি করলে আমার কোনও অসুবিধে নেই। কিন্তু আরএসএস মৌলবাদী সংগঠন, এদের থেকে সাবধান।' পাল্টা বীরভূমের বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, "ওঁর এই রাজনীতি বিভাজনের রাজনীতি। উনি আগে ঠিক করুন কী করবেন। কোন সমাজের মানুষের মন পাওয়ার জন্য করছেন ওঁকেই ঠিক করতে হবে।''              


তৃণমূলের 'রায়েই' মানুষের রায়, বিজেপির হাতছাড়া ধূপগুড়ি।পঞ্চায়েত ভোটের পর ফের ধাক্কা বিজেপির, তৃণমূলেরই ধূপগুড়ি।বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল নিল তৃণমূল কংগ্রেস। ৪৬ শতাংশ ভোট পেয়ে ধূপগুড়ি ছিনিয়ে নিল শাসকদল।বিজেপির প্রাপ্ত ভোট তৃণমূলের থেকে ২ শতাংশ কম, ৪৪% ভোট।কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী পেলেন ৭ শতাংশেরও কম ভোট।৪ হাজার ৩০৯ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।৯৬ হাজার ৯৬১ ভোট পেলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ৯২ হাজার ৬৪৮ ভোট পেলেন বিজেপি প্রার্থী তাপসী রায়।১৩ হাজার ৬৬৬ ভোট পেলেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের জামানতও জব্দ।হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল।কার্যত কোনও ছাপই ফেলতে পারল না বাম-কংগ্রেস জোট।


আরও পড়ুন: North 24 Parganas Weather: মুখভার আকাশের, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর ২৪ পরগনায়