কলকাতা : 'কেউ রেহাই পাবে না, মাথারাও জেলে যাবে, সময় হয়ে গেছে।' 'কালীঘাটের কাকু' গ্রেফতার হওয়ার পর ট্যুইটারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়তেই এবার পাল্টা আক্রমণ নামলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, 'শুভেন্দুদের আস্ফালন দেখে বোঝা যাচ্ছে, এর পেছনে রাজনৈতিক মদত আছে।'


প্রায় ১২ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয়েছে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রকে (SujanKrishna Bhadra)। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) মঙ্গলবার প্রায় মাঝরাতে তাঁকে গ্রেফতার করে ইডি (Enforcement Directorate)। তথ্য গোপন, তদন্তে অসহযোগিতা করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি ইডি সূত্রে।


এই খবর প্রকাশ্যে আসতেই ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'শেষ পর্যন্ত আইনের লম্বা হাত মাস্টারমাইন্ড পর্যন্ত পৌঁছল। কেউ রেহাই পাবে না, মাথারাও জেলে যাবে, সময় হয়ে গেছে।' 


বিরোধী দলনেতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কার্যত ফুঁসে উঠলেন কুণাল। তিনি পাল্টা সুর চড়িয়ে বলেন, "শুভেন্দু অধিকারী নিজেই তো রেহাই পেয়ে বসে আছেন। সিবিআইয়ের এফআইআরে নেম নারদা তোলাবাজিতে। গ্রেফতারি এড়াতে বিজেপিতে নাম লিখিয়েছেন। সারদাকর্তার চিঠি কাঁথিতে শুভেন্দুরা নিয়ে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ৫০ লক্ষ টাকার ব্যাঙ্ক ড্রাফট আর কোটি কোটি টাকা নগদ। নগদ যদি বাদও দিই, ইডি-সিবিআই যদি টাকা উদ্ধার করতে নামে তাহলে কাঁথি পুরসভার টাকাটা পড়ে আছে কেন সারদার ? আর আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি তদন্তের বিষয়। এজেন্সি তদন্তের ব্যাপারে যা করার করেছে। তার উপর দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য রাখব না। কিন্তু, গতকালই বায়রন বিশ্বাস যোগ দিয়েছেন তৃণমূলে। ফলে, শোকসভা করছিল কংগ্রেস-সিপিএম-বিজেপি। এখন গোটা বিষয়টা থেকে নজর ঘোরাতে এবং বিরোধী কর্মীদের মনোবল যে কাল ভেঙে গিয়েছিল, তারজন্য পরিকল্পিতভাবে কোনও নাটকের চিত্রনাট্য করা হল কি না, এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে। কারণ, গতকালের বায়রন বিশ্বাসের পর আজকেই কোথাও যেন একটা তৃণমূলকে বিপদে ফেলতে হবে, চক্রান্ত করতে হবে এরকম একটা মেসেজ। আমি আবার বলছি, সিবিআই এবং ইডির বহু দক্ষ অফিসার আছেন। কিন্তু, ওটা চলছে বিজেপির কথায়। শুভেন্দুদের আস্ফালন দেখে বোঝা যাচ্ছে, এর পেছনে রাজনৈতিক মদত আছে। যদি দোষের জন্য গ্রেফতার হয়, তাহলে পার্টি পাশে থাকছে না। কিন্তু, শুভেন্দু অধিকারী ছাড় পাচ্ছেন কেন ? কাচের ঘরে বসে ঢিল ছুড়ে যাচ্ছেন তার বেলা এজেন্সি দেখতে পাচ্ছে না ?"


আরও পড়ুন ; নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার 'কালীঘাটের কাকু'