কলকাতা: ফের নতুন প্রজন্মের পক্ষে সওয়াল কুণাল ঘোষের। 'মমতাদি সুস্থ থাকুন, দীর্ঘদিন নেতৃত্ব দিন। পাশাপাশি আগামী প্রজন্মকে তুলে না আনলে, গতি বিঘ্নিত হব।' মন্তব্য কুণাল ঘোষের (Kunal Ghosh)। 


'নবীন-প্রবীণ দ্বন্দ্ব' ফের উস্কে দিলেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তুলে ধরে, বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এদিন কুণাল ঘোষ বলেন, সিনিয়র জুনিয়র একসঙ্গে থাকা দরকার। সিনিয়র মানে এই নয়, যে শুধু ৫ জন বা ৬ জন। সিনিয়র মানে তাঁরা যাঁরা কঠিন সময়ে জান বাজি রেখে লড়াই করেছেন। আজকে মমতাদি মুখ্যমন্ত্রী,  একটা সুদূর ভবিষ্যত আসবে মমতাদি আশীর্বাদ করবেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মুখ্যমন্ত্রিত্বের শপথ নেবেন।  মমতাদি সুস্থ থাকুন, দীর্ঘদিন নেতৃত্ব দিন। পাশাপাশি আগামী প্রজন্মকে তুলে না আনলে, গতি বিঘ্নিত হবে।


কী বলছিলেন তৃণমূল নেত্রী? 


সম্প্রতি দেগঙ্গার দলীয় সভা থেকে দলের অন্দরের 'নবীন-প্রবীণ দ্বন্দ্ব' নিয়ে স্পষ্ট বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। আর, নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার। পুরনোকেও দরকার, নতুনকেও দরকার।''


নতুন প্রজন্মের পক্ষে সওয়াল: এই প্রসঙ্গে টেনে এনে এদিন বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, "পুরনো চাল ভাতে বাড়ে মমতাদি বলে রেখেছেন। আবার, পুরনোদের মধ্যে যাদেরকে আরও সামনে আনা উচিত, আরও বেশি করে আনতে হবে তাঁদেরকে সামনে। আমরা মুখে বলব পুরনোদের, আর যাঁরা সত্যিকারের তৈরির সময় থেকে সঞ্জয় বক্সির মতো লোকেরা, সেই মানুষেরা তাঁরা পিছনের সারিতে চলে যাবেন, তাহলে পুরনো বলতে কারা? তাহলে কি পুরনো বলতে তিন-চার জন শুধু, এভাবে হয় নাকি? কিন্তু সিনিয়র মানে এই নয়, শুধু ৫ জন বা ৬ জন, সিনিয়র মানে তাঁরা যাঁরা বাংলাজুড়ে ওই কঠিন সময়ে মমতাদির সঙ্গে জান বাজি রেখে সিপিএমের সঙ্গে লড়াই করেছিল।''                             


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Balurghat - Sealdah: বছরের প্রথম দিন নতুন উপহার, বালুরঘাট-শিয়ালদা ট্রেনের সূচনা রেল মন্ত্রকের