শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভেটাগুড়িতে তৃণমূল সংগঠন করার লোক না পেলে, লোক খুঁজে দেব যাতে ওরা সংগঠনটা চালাতে পারে। তৃণমূলের আক্রমণের পাল্টা তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন নিশীথ প্রামাণিক। যা নিয়ে চড়ছে রাজনীতির পারদ।


কী বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী?
নিশীথকে বলতে শোনা যায়, 'পার্টি অফিসে বসার যদি লোক না থাকে, আমার কাছে অনুরোধ করলে আমি পার্টি অফিস খুলে দেওয়ারও ব্যবস্থা করব। সেখানে লোক বসারও ব্যবস্থা আমি করে দিতে পারব।' আর এই মন্তব্যের পর বছরের শুরুতেই ফের কথার যুদ্ধে সরগরম কোচবিহার। রাজনৈতিক মহলের বক্তব্য, তৃণমূলকে এভাবে আসলে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ঘটনার সূত্রপাত শনিবার। সেদিন ভেটাগুড়িতে পাঁচ মাস ধরে বন্ধ থাকা তৃণমূলের দুটি পার্টি অফিস পুনরায় খোলে শাসকদল। সেখান থেকেই বিজেপিকে হুঁশিয়ারি দেন উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ, জগদীশ বর্মা বাসুনিয়ারার মতো তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়করা। সিতাইয়ের তৃণমূল বিধায়ক, জগদীশ শর্মা বাসুনিয়া বলেছিলেন, 'আমরা একের বদলে ৫। আমরা প্রকাশ্য দিবালোকে তার বদলা নেব।' এবার নিশীথের জবাব, 'যদি ভেটাগুড়িতে সংগঠন করতে গিয়ে তৃণমূল কংগ্রেস লোক খুঁজে না পায়, আমার কাছে এলে, আমি তাদের লোক খুঁজে দেব। প্রয়োজন হলে কিছু লোক দিয়ে দেব, যাঁদের নিয়ে তারা সংগঠন করতে পারবে।'


তরজা...
তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বিষয়টি নিয়ে মন্তব্য, 'নতুন বৈরাগী, ভাতকে বলে অন্ন। ওঁর কাছে মাতাল, অ্যান্টিসোশাল রয়েছে... ও তো নিজেই ক্রিমিনাল।', গত মাসের শেষ দিকে, পার্টি অফিস খোলা নিয়ে চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। নাম না করে নিশীথ প্রামাণিকের উদ্দেশে উদয়ন নিজস্ব কায়দায় বলেন,' চ্যালেঞ্জ দিয়ে খুলব, কারও যদি দম থাকে, কারও যদি ক্ষমতা থাকে, সে যত বড়ই নেতা হোক, যত বড়ই পদেই থাকুক...' শাসকদলের বন্ধ দলীয় দফতর দিয়ে এই তরজা নতুন বছরের শুরুতে আরও এক ধাপ চড়ল। চলতি বছরেই লোকসভা নির্বাচন। গতবার কোচবিহার লোকসভা আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি! এবার কি তৃণমূল সেই আসন পুনরুদ্ধার করতে পারবে? না, নিজেদের দখলে থাকা আসন ধরে রাখবে বিজেপি? উত্তর মিলবে ভোটের ফল বেরনোর পরেই। কিন্তু তার আগে কোচবিহারের রাজনীতির পারদ ক্রমশ ঊর্দ্ধমুখী! 


আরও পড়ুন:লঞ্চ বন্ধ ! সুন্দরবনে চরম হয়রানি হাজার হাজার পর্যটকের, কেউ কেউ আটকে জলের মাঝেই