কলকাতা : আরজি করের ঘটনার মতোই এবার জয়নগরকাণ্ডেও প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ৯ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে জয়নগরের মহিষমারি এলাকা। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন গ্রামবাসী। তাঁদের দাবি, চতুর্থ শ্রেণির ছাত্রী গতকাল টিউশন থেকে না ফেরায়, সন্ধেয় জয়নগর থানায় অভিযোগ জানাতে যায় পরিবার। অভিযোগ, পুলিশ বিষয়টিতে গুরুত্বই দেয়নি। রাতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জলাজমিতে মেলে ৯ বছরের বালিকার দেহ। তখন টনক নড়ে পুলিশের। ক্ষুব্ধ জনতার দাবি, পুলিশ সেই সময় তৎপর হলে প্রাণে বেঁচে যেত নাবালিকা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে কার্যত বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী। এই পরিস্থিতিতে 'একাংশ পুলিশ বা সরকারি কর্মচারী এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যাতে মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে' বলে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
তিনি বললেন, "পুলিশ আরও দেখুক, যে অভিযোগটা আসছে যে, এই থানা বলেছে ওই ফাঁড়িতে যান, ওই ফাঁড়ি বলেছে এই থানায় যান...যদি এই ঘটনা ঘটে থাকে.. এগুলো তো আমরা সিনেমা, 'প্রলয়', 'আবার প্রলয়'-তে দেখেছি। কেউ যাচ্ছেন, তাঁকে বলছে এই থানা ওখানে। পুলিশ মোটের ওপর নিশ্চয়ই ভাল কাজ করছে। কিন্তু, একাংশ পুলিশ বা সরকারি কর্মচারীরা এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যাতে মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পুলিশ সুপারের কাছে অনুরোধ থাকবে, যে অভিযোগ গ্রামবাসীর কাছ থেকে এসেছে যে এই থানা বা এই ফাঁড়ি...এখানে দায় এড়িয়ে ওকে পাঠিয়েছে তাকে পাঠিয়েছে...তদন্ত করুন, চিহ্নিত করুন...যদি এই ঘটনা ঘটে থাকে...সেই পুলিশকর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন।"
জয়নগরের ঘটনার পর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্থানীয়রা দক্ষিণ বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তা অবরোধ, পুলিশকে ধাওয়া করে ঝাঁটাপেটা করেন মহিলারা। মহিষমারি পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ফাঁড়ির বাইরে মোটরবাইক, সাইকেলে আগুন, প্রাণভয়ে লুকিয়ে পড়েন পুলিশ কর্মীরা। ফিরে যেতে হয় র্যাফকে। বারুইপুরের SDPO অতীশ বিশ্বাসকে লাঠি হাতে তাড়া করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে জয়নগর থানা থেকে বিশাল পুলিশ পাঠানো হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। উত্তেজিত জনতার দিকে বন্দুক তাক করতে দেখা যায় এক পুলিশকর্মীকে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। হামলার মুখে পড়ে পুলিশও ইট ছোড়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।