Bike News: ভারতে বাইকপ্রেমীদের মধ্যে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তা সবথেকে বেশি। আকর্ষণীয় লুক এবং শক্তিশালী ইঞ্জিনের যুগলবন্দির (Royal Enfield Bikes) কারণে এই রয়্যাল এনফিল্ডের বাইকগুলি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এটি গ্রাম হোক বা শহর, এই বাইক আপনি যে কোনও জায়গায় দেখতে পাবেন। তবে এখন ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড (Bike News) ছাড়াও আরও কিছু বাইক এসে গিয়েছে যেগুলি এই বাইককে টেক্কা দেবে শক্তিতে এবং ফিচার্সে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-র মতই এই বাইকগুলির ফিচার্স। বুলেট বাইকের সবথেকে ভাল বিকল্প হতে পারে ভারতের বাজারের এই তিন সেরা বাইক।
TVS Ronin Special Edition
বুলেট ছাড়া এর মতই শক্তিশালী অন্য কোনও বাইক যদি আপনি কিনতে চান, তাহলে টিভিএসের ক্রুজার বাইক আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এই বাইকের নাম টিভিএস রনিন স্পেশাল এডিশন। টিভিএসের এই স্পেশাল এডিশনের বাইকের এক্স শোরুম দাম রয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। এই বাইকে শক্তিশালী ফিচার্স এবং দারুণ পাওয়ারট্রেন রয়েছে।
এই টিভিএস বাইকে আপনি পাবেন ২২৫.৯ সিসির ইঞ্জিন, সিঙ্গল সিলিন্ডার অয়েল কুলড ইঞ্জিন থাকবে এই বাইকে যাতে ২০.১ বিএইচপি শক্তি ও ১৯.৯৩ এনএম টর্ক উৎপন্ন হয়। ট্রান্সমিশনের জন্য এই বাইকে ৫ স্পিডের গিয়ারবক্স থাকবে যা কিনা অ্যাসিস্ট ও স্লিপার কোচের সঙ্গে কানেক্ট করা থাকবে।
Hero Mavrick 440
৪৪০ সিসির এই বাইক ভারতের বাজারে একটি রয়্যাল এনফিল্ড ক্লাসিকের উন্নত বিকল্প হয়ে উঠতে পারে। এই বাইকের এন্ট্রি লেভেল ভ্যারিয়ান্টের দাম পড়বে ১ লাখ ৯৯ হাজার টাকা। এর সঙ্গে এই বাইকের টপ ভ্যারিয়ান্টের দাম ২ লাখ ২৪ হাজার টাকা। হিরোর স্পেশাল বাইক ৪৪০ সিসির অয়েল এয়ার কুলড ইঞ্জিনের সঙ্গে বাজারে আসে যা কিনা ২৬ বিএইচপি শক্তি উৎপন্ন করে এবং টর্ক দেয় ৩৭ এনএমের।
Honda H'ness CB 350
বুলেট ছাড়া আপনি হোন্ডার এই বাইকটিও কিনতে পারেন সহজেই। এই হোন্ডার বাইকের দাম শুরু হচ্ছে ২ লাখ টাকা থেকে। হোন্ডার এই বাইকে রয়েছে ৩৪৮.৩৬ সিসির এয়ার কুলড ৪ স্ট্রোকের সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন যাতে ২০.৭ এইচপির শক্তি উৎপন্ন হয় ৫৫০০ আরপিএমে এবং ২৯.৪ এনএম টর্ক উৎপন্ন হয় ৩০০০ আরপিএমে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Canara Bank: স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ হবে কানারা ব্যাঙ্কে, কীভাবে আবেদন ? কী যোগ্যতা লাগবে ?
Car loan Information:
Calculate Car Loan EMI