কলকাতা: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই কলকাতায় 'সংহতি মিছিল' তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। কালীঘাটের মন্দির ছুঁয়ে গুরুদ্বার, মসজিদ, গির্জা হয়ে পার্ক সার্কাসে সভা করেন। সেখান থেকে একযোগে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে নিশানা করেন তিনি। আর সেখান থেকেই স্মৃতিচারণে ডুব দেন মমতা। জানান, বাবরি মসজিদ ধ্বংসের সময়ও রাস্তায় নেমেছিলেন তিনি। রাত জেগে পাহারা দিয়েছিলেন সেই সময়। (Mamata Banerjee)
রবিবার দলের নেতা-সাংসদ-বিধায়কদের নিয়ে কলকাতায় 'সংহতি মিছিল' করেন মমতা। পার্ক সার্কাসে সভা করেন তার পর। সেখানেই বাবরি মসজিদ ধ্বংসের দিনে ফিরে যান। মমতা বলেন, "বাবরি মসজিদ ধ্বংসের সময় কেউ রাস্তায় নামেনি। আমি একা বেরিয়েছিলাম। জ্যোতি বসুর কাছে গিয়ে বলেছিলাম, 'কী প্রয়োজন আছে বলুন।' তিলজলা, গার্ডেন রিচ, পার্ক সার্কাস, মেটিয়াবুরুজে তখন আগুন জ্বলছিল। মুসলিম এলাকায় গেলে গাড়িতে পাথর পড়ছিল, হিন্দু এলাকায় গেলে ঘইরে ধরে বিক্ষোভ। সেই অবস্থায় রাতভর পাহারা দিই। লরেটো হাউসে মাদার টেরিজার কাছেও ছুটে গিয়েছিলাম। আজকের প্রজন্ম জানে না। কিন্তু ইতিহাস মিথ্যে নয়।" (Kolkata News)
মমতা আরও বলেন, "কেউ রামের পুজো করেন কেউ আল্লাহ্-র। আমার কোনও আপত্তি নেই। আমার আপত্তি এক জায়গায়। যে দেশে বেকারের সংখ্যা কোটি কোটি, দেশের টাকা কোথায় গিয়েছে, কিভাবে গিয়েছে, কেউ জানে না, যে দেশের মানুষের মৃত্যুর সংখ্যা সর্বাধিক, যে দেশে বিভিন্ন রাজ্য়ের মনুষ ডিম, মাছ মাংস খান, আমি নিজেই খাই, সেখানে গর্ভবতী মহিলারা ডিম খাবেন না, এটা কেউ বলতে পারে না। কে কী খাবে, কী পরবে, তা কেন কেউ ঠিক করে দেবে? ভিন্ন ধর্মের, ভিন্ন সংস্কৃতির মানুষকে নিয়েই আমাদের দেশ। কে কী খাবেন, কে কী পরবেন, তা নিয়ে আপত্তির কী আছে? আজ কেউ যদি বলে, 'আমি যা বলব তাই হবে' ক্ষমতা থেকে চলে গেলে বুঝবেন। দেশের টাকা কোথায় গেল? বিজেপি-র পকেটে গিয়েছে।"
আরও পড়ুন: Mamata Banerjee: জোটের নামকরণ আমি করেছি, আমাকেই অসম্মান, লড়তে চাইলেও, লড়তে দেওয়া হচ্ছে না: মমতা
মমতার দাবি, কখনও তাঁকে 'মমতাজ বেগম' বলে, কেউ আবার বলেন মুসলিমদের জন্য কিছু করেননি তিনি। মমতা জানান, আজও রাস্তায় সর্বধর্ম সমন্বয়ে রাস্তায় নেমেছেন তিনি। কিন্তু যারা বড় বড় কথা বলে, তাদের দেখা নেই। তিনি বলেন, "আমি ধর্ম মানি, আমার ধর্ম আমার। যার যার ধর্ম তার। উৎসব সকলের। যদি কেউ বলেন তাদের কথা মতোই সব হবে, নইলে আগুন জ্বালিয়ে দেবেন, আমি বলি, আগুন জ্বালানো সহজ, নেভানো অনেক কঠিন। কেউ যদি রক্তের বৃষ্টি ঝরায়, আমরা সাহসের জোয়ার আনব। রক্ত, বিভাজন দিয়ে দেশ চলে না।"