বীরভূম: 'উলকুন্ডা পঞ্চায়েতে ১৩টি আসনের মধ্যে ১৩টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতব', ময়ূরেশ্বরে এমনই হুঙ্কার দিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। তাঁর হুমকি, 'মনে রাখবেন পঞ্চায়েতটা আমাদের। কোনও দলের ক্ষমতা থাকলে প্রার্থী দিতে পারে, কিন্তু অশান্তি হলে ছাড়ব না।' ময়ূরেশ্বরে প্রকাশ্যে বিরোধীদের এমনটাই হুমকি তৃণমূলের উলকুন্ডা অঞ্চল সভাপতির।


সব ঠিক থাকলে আর কদিন পরেই রাজ্যে হতে পারে পঞ্চায়েত ভোট। তার আগে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও অস্ত্র উদ্ধার হচ্ছে। কোথাও উঠছে হামলার অভিযোগ। আর তার মধ্যেই রাজনৈতিক দলের নেতাদের মুখে শোনা যাচ্ছে নানা ধরনের হুমকি-হুঁশিয়ারি। কখনও শাসক আবার কখনও বিরোধী, হুমকিতে একে অপরকে কড়া টক্কর দিচ্ছে দুই পক্ষই।


বীরভূম পরিচিত অনুব্রত-গড় হিসেবে। বিভিন্ন সময় অনুব্রতর বিভিন্ন বক্তব্য নিয়ে বারবার অভিযোগ জানিয়েছে বিরোধীরা। এখনও একাধিক মামলায় অনুব্রত জেলবন্দি। কিন্তু হুমকিতে পিছপা নন বাকি নেতারা। অনুব্রত-লাইন ধরেই বিভিন্ন সময় বিরোধীদের নিশানা করে হুমকি দিতে দেখা গিয়েছে তৃণমূল নেতাদের। যার মধ্যে নবতম সংযোজন ময়ূরেশ্বরের তৃণমূল নেতার বত্তব্য। তৃণমূলের শীর্ষ স্তর থেকে, বিশেষ করে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে। কিন্তু শাসক দলের নানা স্তরের নেতাদের মুখে এমন কথা উঠে আসছে বারবার।


সম্প্রতি নদিয়ার দলীয় সভায় চাপড়া তৃণমূলের ব্লক সভাপতি বলেছিলেন, পঞ্চায়েত ভোটের দিন বিজেপি, সিপিএমকে ঘর থেকে বেরতে দেওয়া হবে না। তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। একই ভাবে বারবার তাঁর বক্তব্য নিয়ে সমালোচিত হয়েছেন মন্ত্রী উদয়ন গুহ।       


'হুমকি' বিজেপি নেতাদেরও:
হুঁশিয়ারি-হুমকিতে পিছিয়ে নেই বিরোধী বিজেপিও। পুলিশকে নিশানা করে বারবার বক্তব্য রেখেছেন বিজেপির বিভিন্ন স্তরের নেতারা। সাঁইথিয়া থানার ওসিকে বেঁধে রাখার বিধান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের আহ্বায়ক উত্তম রজক। তিনি বলেছিলেন, 'পঞ্চায়েত নির্বাচনে লড়াই করুন। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিন। এই প্রসেনজিৎবাবুর মতো ওসিরা আপনাদের পঞ্চায়েত নির্বাচনে যেখানে থ্রেট দিচ্ছে, দরকার হলে সেখানে তাঁকে বাঁধুন। তাঁকে বাঁধুন, বেঁধে বলুন, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। আমরা প্রার্থী দেব। আপনার হুমকির সঙ্গে আমরা কোনও রকম আপোস করব না বন্ধু।' ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেছিলেন, 'পশ্চিম বাংলার মানুষকে বলব, যেখানে সরকারি কর্মচারীরা সার্ভে করছে,সেই জায়গায় যদি তৃণমূলের নেতারা ঘোরাফেরা করে, আপনারা গাছে দড়ি দিয়ে বেঁধে রাখবেন।'


আরও পড়ুন: 'পঞ্চায়েত ভোটের দিন BJP, CPM-কে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না', হুমকি তৃণমূল নেতার