তুহিন অধিকারী, জয়ন্ত পাল, বাঁকুড়া : জয়পুরে মোদিকে জুমলা ও অমিত শা-কে পাপ্পু বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ( Sayantika Banerjee ) । সোমবার বাঁকুড়ার জয়পুরে দলের বিজয়া সম্মিলনীতে মোদি ( Narebndra Modi) , অমিত শাহ ( Amit Shah ) -র পাশাপাশি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ( Suvendu Adhikari ) নাম না করে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক। 


প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির আক্রমণ
এদিন, সায়ন্তিকা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির আক্রমণ করেন। ঝাঁঝ বাড়াতে টেনে আনেন সিনেমা প্রসঙ্গ। অমিত শাহকে পাপ্পু শাহ বলে সম্বোধন করেন সায়ন্তিকা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন,  জুমলা মোদি  ! সায়ন্তিকার ভাষায়, ' জুমলা মোদি ওরফে নরেন্দ্র মোদি। সিনেমার পরিচালক মানে ডিরেক্টর তার নাম কী হবে? কেউ বলতে পারেন?...পাপ্পু শা ওরফে অমিত শা এবং সেই সিনেমার নাম কী হবে বলো তো? বলতে পারবে?...ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল।'
 
নিশানায় শুভেন্দু
গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন, শুভেন্দু অধিকারীকে মহিলা পুলিশ আধিকারিক গ্রেফতার করতে গেলে তিনি প্রশ্ন তুলেছিলেন, তিনি পুরুষ মানুষ, তাঁকে গ্রেফতার করতে মহিলা পুলিশ কেন, মহিলা পুলিশ তাঁকে ধরছে কেন, এই নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তারপরই শুভেন্দুর 'ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল' মন্তব্যটি নিয়ে বিস্তর জল ঘোলা হয়। রাজনৈতিক আক্রমণ থেকে ব্যক্তিগত আক্রমণ কিছুই বাদ যায়নি। বিদ্রুপের সুর শোনা যায় বিরোধী শিবির থেকে। এবার সিনেমার নাম ডোন্ট টাচ মাই বডি বলে সায়ন্তিকা শুভেন্দুকেই যে কটাক্ষ করতে চাইলেন, তা বলাই বাহুল্য। 

দিলীপের প্রতিক্রিয়া 
একই সঙ্গে রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পের কথাও বলেন সায়ন্তিকা। মঞ্চ থেকে এমন ভাবে মোদি - শাহ ও শুভেন্দুকে আক্রমণ করা নিয়ে দিলীপ ঘোষকে জিগ্যেস করা হলে তিনি বলেন, তৃণমূল ছোটলোকের দল !
২০২১ এর বিধানসভা ভোটে হেরে যান তৃণমূলের তারকা প্রার্থী । কিন্তু তারপরও বাঁকুড়াতেই মাটি কামড়ে পড়ে ছিলেন তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আসন্ন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জনসংযোগে জোর দিচ্ছেন শাসকদলের এই নেত্রী। 

সায়ন্তিকার তৃণমূল-যোগ
২০২১ সালের মার্চ মাসে বিধানসভা ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখপাধ্যায়, ব্রাত্য বসুর মতো মন্ত্রীদের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন টালিগঞ্জের আর এক অভিনেত্রী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে পতাকা তুলে দেন তৎকালীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তারপর ভোটে অবশ্য জয় তিনি এনে দিতে পারেননি ঘাসফুল শিবিরকে। কিন্তু বাঁকুড়ায় বারবার দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করেছেন বারবার।