তুহিন অধিকারী, বাঁকুড়া: ফের তৃণমূল নেতা-নেত্রীর (TMC Leader Threats) হুঁশিয়ারিতে বিতর্কের ঝড়। পঞ্চায়েত ভোটের আগে বিতর্কিত মন্তব্যে জড়ালেন, বাঁকুড়া জেলার (Bankura District) জয়পুরে তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা মন্ডল এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় ।
একদিকে,' এলাকায় বিজেপি বিধায়ক এবং সাংসদ ঢুকলে তাদের ঝাঁটাপেটা করুন।' অন্যদিকে 'সিপিআইএম এবং বিজেপিকে (CPIM and BJP) এলাকায় দেখতে পেলে চাবকে পিঠের চামড়া সোজা করে দিন', বিতর্কিত মন্তব্য তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীর।এদিন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল জয়পুরে একটি তৃণমূল কংগ্রেসের সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জয়পুরের মহিলাদের উদ্দেশ্যে বলেন, 'বিজেপির এমএলএ বিজেপির এমপি যদি আপনাদের যদি টুপি পরাতে আসে বা আবার ঠকাতে আসে, আমি আবার বলছি মহিলাদের ঝাঁটা নিয়ে তেড়ে যাবেন। তাদেরকে এলাকায় ঢুকতে দেবেন না।'
তৃণমূল নেত্রীর এই বিতর্কিত মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি নীরজ কুমার বলেন, 'সুজাতা মন্ডলকে নেত্রী বলে পশ্চিমবঙ্গের কেউ জানেন না। উনি ভালো নাটক করতে পারেন। নিজের সংসার নিয়ে ভালো নাটক করেছেন। এখন উনি কোতুলপুরের লোকপ্রিয় বিধায়ককে নিয়ে উনি ভুলভাল মন্তব্য করছেন সেটা মানুষ ভালো ভাবে নেবে না। এখন উনি ওনাদের গুন্ডাবাহিনীকে উত্তপ্ত করতে চাইছেন পঞ্চায়েত নির্বাচনের আগে।'
অন্যদিকে ওই একই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় বলেন, 'আমার লালনপালন করা মা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম এবং বিজেপি একজোট হয়ে যেভাবে কলুষিত করার চেষ্টা করছে আমি এই জয়পুর অঞ্চলের মানুষকে বলবো ঐ সিপিআইএম বিজেপিকে দেখতে পেলে চাবকে পিঠের চামড়া সোজা করে দিন।'
আরও পড়ুন, 'TMC কর্মীদের চোর বললেই, মারের বদলে মার জুটবে', বিস্ফোরক তৃণমূল নেতা
শ্রমিক সংগঠনের সভাপতির এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি। বিজেপির বিষ্ণুপুর সংগঠনিক জেলা সহ-সভাপতি নীরজ কুমার বলেন, এই আইএনটিটিইউসি সভাপতি এর প্ররোচনায় জয়পুরে যদি কোন হত্যা হয়, তার আগে পুলিশ এর ব্যবস্থা করুক। এবং এই ধরনের টিএমসি যারা গুন্ডা সেজে নেতা হয়ে ভাষণ দিচ্ছেন তাদেরকে এরেস্ট করে তাদের বিরুদ্ধে অবশ্যই লিগ্যাল অ্যাকশন নেওয়া একান্ত দরকার।