মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পুরভোট করার দাবিতে সিপিআইএম-র মিছিলের পর, সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 'মারের বদলে মার', বিরোধীদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য দুর্গাপুরের তৃণমূল নেতার। পাল্টা থানায় বিক্ষোভ দেখিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারী বিরোধীদের। বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার।
'মার কা বদলা মার', নিদান বিরোধীদের উদ্যেশে। মন্তব্য দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপার্সন তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়। বিরোধী সিপিআইএম ও বিজেপিকে উদ্দেশে এই তৃণমূল নেতার মন্তব্য,' মার কা বদলা মার হবে এবার।' এক তৃণমূল নেতার এমন বিতর্কিত মন্তব্যে তোলপাড় জেলার রাজনীতি।
গতকাল দুর্গাপুরের ফুলঝোড় ভামবে কলোনিতে দুর্গাপুরে দ্রুত পৌরসভা নির্বাচনের দাবিতে এলাকায় একটি মিছিল বের করে সিপিআইএম কর্মী সমর্থকরা, অভিযোগ ওঠে মিছিলে বের হওয়ার অপরাধে অশোক হাজরা নামে এক সিপিআইএম কর্মীকে ব্যাপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, সঙ্গে মিছিলে হাঁটার অপরাধে আরও দুই সিপিআইএম কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ।
দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে আজ দুর্গাপুরের নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সিপিআইএম কর্মীরা থানার সামনে বিক্ষোভ শুরু করে দেয়, এই ইস্যুতে তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তথা বর্তমান দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী ভাইস চেয়ারপার্সন তথা তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করে বলেন, 'চোর চোর করে কেউ যদি রাস্তায় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে মন্তব্য করলে পাল্টা মার কা বদলা মার হবে', এবার মন্তব্য তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের।
এক তৃণমূল নেতার এমন বিতর্কিত মন্তব্যতে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলী সদস্য পঙ্কজ রায় সরকারের মন্তব্য, ভোটে তৃণমূল বাড়াবাড়ি করতে এলে সে পুরভোট হোক বা পঞ্চায়েত মারের বদলা মার হবে বিরোধীদের।পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি জেলার অন্যতম সাধারণ সম্পাদক অভিজিত দত্তের প্রতিক্রিয়া,' ভোটে হেরে যাওয়ার ভয়ে তৃণমূল নেতারা গণতন্ত্রের গলা টিপে ধরতে চাইছে, এর উত্তর চলতি মাসের ১১ তারিখ দুর্গাপুর নগর নিগম অভিযানে দেবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।'
আরও পড়ুন, হনুমান জয়ন্তীতে নন্দীগ্রামে শুভেন্দু, দলীয় পতাকা উত্তোলন বিরোধী দলনেতার
মোটের ওপর তৃণমূল নেতার এমন বিতর্কিত মন্তব্যতে তোলপাড় জেলার রাজনীতি। গত বছর তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগমের কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। গত বছরই প্রশাসক মন্ডলী বসে দুর্গাপুর নগর নিগমে, যার ভাইস চেয়ারপার্সন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে দুর্গাপুরে ৪৩ টি ওয়ার্ডে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে এক তৃণমূল নেতার বিরোধীদের মারের বদলা মার দেওয়ার যে নিদান তাতে বেশ বিতর্ক তৈরি হয়েছে।