শুভেন্দু ভট্টাচার্য, সমীরণ পাল, শিবাশিস মৌলিক, কলকাতা: দাদা-দিদি ধরে নয়, দলের কাজ করলে তবেই টিকিট মিলবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে তৃণমূলের টিকিট বিলি নিয়ে অনিয়মের খবর উঠে আসছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল (TMC) নেতা উদয়ন গুহ (Udayan Guha) খোদ জানিয়েছেন, টাকা নিয়ে টিকিট বিলির খবর পৌঁছেছে তাঁর কাছেও। সেই নিয়ে বিতর্কের মধ্যে এ বার কার্যতই সাফাই দিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। দলে দু’এক জন খারাপ লোক থাকলেও থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অন্যায় বরদাস্ত করেন না বলে জানিয়ে দিলেন তিনি। 


মমতা অন্যায় বরদাস্ত করেন না, বললেন শোভনদেব


টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ নিয়ে একটি সভায় মুখ খোলেন শোভনদেব। তিনি বলেন, ‘‘সব দলেই ভাল-খারাপ লোক থাকতে পারে। খারাপ লোক ধরা পড়লে শাস্তি পাবে। কিন্তু, তার মানে একটা দল পুরো খারাপ হয়ে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেন না।’’


দলীয় কর্মীদের আশ্বাস জোগাতে শোভনদেব আরও বলেন, ‘‘ডিমরালাইজড হওয়ার কোনও কারণ নেই। সেদিন আমি বলেছি, শুনেছেন আপনারা। ডিমরালাইজড হব কেন? দু’-তিন জন খারাপ লোক হতেই পারে। এই সোসাইটিতে সবাই ভাল লোক নাকি? এই সমাজে সবাই ভাল লোক নাকি?’’



আরও পড়ুন: Debangshu on Nishith : "যে সিবিআই গরুচুরির তদন্ত করছে, তার মন্ত্রী নিজে গরুচোর", বিস্ফোরক দেবাংশু !


পঞ্চায়েত নির্বাচনের আগে শনিবার দিনহাটার চৌধুরীহাটে এক কর্মিসভায় টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ রয়েছে বলে জানান উদয়ন। তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমার কাছে খবর আছে, ইতিমধ্যে কোনও কোনও জায়গায় টাকা সংগ্রহ করা হচ্ছে, টিকিট দেওয়া হবে বলে।’’ উদয়ন আরও বলেন, ‘‘যারা টাকা সংগ্রহ করছে, তারা যেমন অপরাধী, যে লোকটা টাকা দিচ্ছে টিকিটের জন্য, সে তার থেকেও বেশি অপরাধী। আমরা জানতে পারলে তার নাম, কলকাতায় জানিয়ে দেব যে, ইনি টাকা দিয়ে রেখেছেন।’’


দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূলকে পাল্টা রাহুলের


উদয়নের সেই মন্তব্য নিয়ে আক্রমণে নেমে পড়েন বিরোধীরা। সেই পরিস্থিতিতেই শোভনদেবকে সাফাই দিতে হল বলে অভিযোগ বিরোধীদের। তাই তাঁক‌ে কটাক্ষ করেন বিজেপি (BJP) নেতা রাহুল সিন্‌হা (Rahul Sinha)। তিনি বলেন, ‘‘ভাল-মন্দ মিশিয়ে সব, এটা সবাই জানে, কিন্তু দূরবিন দিয়ে খুঁজলে এক-আধটা সৎ বা ভাল মানুষ তৃণমূলে পাওয়া যাবে না। কারণ একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তৃণমূলের অসৎ সঙ্গে যারা যাবে, তাদের সর্বনাশ কেউ আটকাতে পারবে না। যেটা দেখা যাচ্ছে। প্রবাদ পাল্টে গেছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জেলবাস।’’