পূর্ব মেদিনীপুর: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পরই বড় দায়িত্ব হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে। নারীকল্যাণ দফতরের আন্ডারটেকিং চেয়ারপার্সন করা হল তাঁকে। এদিন তিনি বহু বিতর্কিত বিষয়টিতেই করলেন আক্রমণ। যা নিয়ে শাসক ও বিরোধী পক্ষে কম প্রশ্ন ওঠেনি। বললেন, 'শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দলত্যাগ করার পরও পদত্যাগ করেননি' !

এদিন তাপসী মণ্ডল বললেন, 'হলদিয়াকে আমি শুভেন্দু অধিকারীর থেকে বেশি চিনি। ভোটে কী হবে, তখনই দেখা যাবে। জেলা সভাপতি না করার জন্য দল ছেড়েছি, এটা মিথ্যে বলা হচ্ছে। বিধায়ক পদ থেকে পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দলত্যাগ করার পরও পদত্যাগ করেননি', বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর বললেন তাপসী মণ্ডল।

তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলেন,  আমি দেখলাম যে, আমরা আমাদের লোকসভা বা জেলার উপরে দাঁড়িয়ে.. সেটা একটা জায়গায় যাচ্ছিল। কিন্তু সেটাকেও পক্ষান্তরে, সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে, যে বিভাজন তৈরি হচ্ছে, কোথাও কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে, একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে, প্রতিনিয়ত বিঘ্নিত করছে, দলের মধ্যেকার নের্তৃত্বরা। তাই, সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ, আমার মধ্যে তৈরি হয়েছে।' তাপসীর সংযোজন,' তাই আমি, ...বিশেষ করে এখনও আপনাদেরকে বলব, আমার হলদিয়ার ২০১১ সালে যখন শুভেন্দু অধিকারীর নের্তৃত্বে, তৃণমূল দল ক্ষমতায়,.. আমি তখন ওখানকার কাউন্সিলর ছিলাম। পরবর্তীকালে ২০১৬ সালে আমি বিধায়ক হই। ওনার নের্তৃত্বেই মূলত আমাকে কোনও কাজ করতে দেওয়া হয়নি। তার পরবর্তীকালে বিজেপিতে যাই। বিজেপিতে গিয়েও, সেখানেও কোনও কাজের মধ্যে যুক্ত হতে পারিনি। মানুষের আশা, মানুষ আজকে আমাকে দুবার নির্বাচনে জয়ী করেছেন, কিন্তু বিজেপি বিধায়ক হিসেবে এলাকায় কোনওরকম কাজ করার সুযোগ হয়নি।'  

আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রী থাকলে আমি যাব না', তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে থাকছেন না শুভেন্দু

 

প্রসঙ্গত, হলদিয়ার বিজেপি বিধায়ক ও তমলুকের সাংসদের টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই। প্রকাশ্য়ে দুজন পরস্পরের বিরুদ্ধে মুখও খুলেছিলেন। এই পরিস্থিতিতে তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পরে আরও চড়া হল সেই সংঘাতের সুর। তাপসী মণ্ডল বললেন, উনি বাইরে থেকে এসে প্রার্থী হয়ে জেতার পর, বিধায়ক ও জেলা সভাপতিদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। সুর চড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বললেন, 'জঞ্জাল এবার ভাগাড়ে গেছে!'