তুহিন অধিকারী, বাঁকুড়া: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Hospital Doctor Death Case) ঘটনার প্রতিবাদে সরব হয়েছে গোটা রাজ্য। প্রতিদিন এই ঘটনায় দোষীদের চরম শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন স্তরের মানুষ। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে দেশ থেকে বিদেশে। এই পরিস্থিতির মধ্যে বিতর্ক আরও উসকে দিল বাঁকুড়ার এক তৃণমূল নেতা (TMC)। প্রয়োজন পড়লে বিজেপি (BJP) নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আরজি কর মেডিক্যাল ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সোনামুখী ব্লকের কাশীপুরে মিছিল ও অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ধানশিলা পঞ্চায়েতের প্রধান মহিলাদের উদ্দেশ্যে মন্তব্য় করেন, "বিজেপি নেতারা অশান্তি পাকানোর চেষ্টা করলে ঝাঁটা, জুতো ও খুন্তি দিয়ে তাঁদের কোমর থেকে পা পর্যন্ত ঠ্য়াং ভেঙে দিন।"
তাঁর এই বক্তব্যের কথা প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ফোঁস করার যে বার্তা দিয়েছেন সেই প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। তাদের কথায়, সাধারণ মানুষ সব দেখছেন। তাঁরাই এর জবাব দেবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ৯ অগাস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। তারপর থেকেই এই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করতে থাকেন বিরোধীরা। পরিস্থিতি বুঝে আরজি কর কাণ্ডে দোষীদের বিচার চেয়ে রাজ্যজুড়ে ধর্না, অবস্থান ও বিক্ষোভের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই অনুযায়ী রাজ্যজুড়ে কর্মসূচি পালন করছে ঘাসফুল শিবির। কিন্তু, বাঁকুড়ায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar Protest: আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ধর্মতলায় রাতভর ধর্নায় নাগরিক সমাজ