কলকাতা : একসময় যিনি বলেছিলেন - বদলা নয়, বদল চাই। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই গত বুধবার শোনা গেছে, 'ফোঁস' করার বার্তা। তিনি বলেন, 'আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।' এই মন্তব্যের পর থেকেই জেলাস্তরের তৃণমূলের বিভিন্ন নেতার মুখে শোনা গিয়েছে হপমকি।
আর জি করনিয়ে যখন রাত জাগছে মহানগর, জেলায় জেলায় উঠছে বিচারের দাবি, তখনই ফের হুমকি দিলেন জেলাস্তরের এক শাসক নেতা! তিনি অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী। নাম অতীশ সরকার। বললেন, প্রতিবাদী মহিলাদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোঁস-বার্তাকে হাতিয়ার করেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা অতীশ সরকার। তাঁর সরাসরি চ্যালেঞ্জ, 'মমতা বন্দোপাধ্যায় ফোঁস করতে বলেছেন, সাবধান হয়ে যান। আমরা পাড়ায়-পাড়ায় ফোঁস করলে, বাড়ি থেকে বেরোতে পারবেন তো?'? পোস্ট করেছেন তৃণমূল নেতা।
এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 'মুখ্যমন্ত্রীর নিদানের পরই তৃণমূলের 'গুণধর' লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন! অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলরের স্বামী।' পাল্টা আক্রমণ করেন সুকান্ত মজুমদার। তিনি আরও লেখেন 'রাজ্যের মহিলাদের সম্পর্কে এদের বক্তব্যে যেভাবে অতি নিম্ন রুচি, কুশিক্ষার পরিচয় উঠে আসছে সেটা রাজ্যের জন্য শুধু নয় সমাজের পক্ষেও বিপজ্জনক। বাংলার মাতৃশক্তি এর ঠিক জবাব দেবেন। এ রাজ্য থেকে তৃণমূলের বিসর্জন নিশ্চিত।'
মুখ্যমন্ত্রী মেয়ো রোডের সভা থেকে এই মন্তব্য করলেও, পরদিনই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে লেখেন, ''ফোঁস করা' নিয়ে যে শব্দবন্ধ গতকাল আমি বক্তৃতায় বলেছি, সেটি রামকৃষ্ণ পরমহংসদেবের উক্তি থেকে। প্রয়োজনে কখনও কখনও যে গলা চড়াতে হয়, সেই যুগপুরুষই তা বলেছিলেন। যখন অপরাধ হয়, তখন প্রতিবাদী কণ্ঠকে সোচ্চার হতে হয়। সেই আঙ্গিকে মহাপুরুষ শ্রীরামকৃষ্ণের বাণী অনুসরণ করেই আমি এই কথা বলেছি।'
আরও দেখুন :