RG Kar Protest: 'এটা আমার কর্তব্য...' কোলের ছেলেকে নিয়ে রাত জেগে প্রতিবাদে সামিল মা

Continues below advertisement

'১৪ অগাস্ট সারারাত ছিলাম। আজও একই, যতদিন না বিচার পাচ্ছি বেরব। আমাকে দাঁড়াতেই হবে। ছেলের মা, এটা আমার কর্তব্য়। বিচার ব্য়বস্থার উপর খুব একটা আস্থা আছে এমন নয়। কিন্তু মানুষের উপর আস্থা আছে। আমাদের বিচার ছিনিয়ে আনতে হবে। এটা একটি ঘটনা নয়, প্রতিদিন এই ঘটনা হচ্ছে। ধর্ষকদের ভয় পাওয়াতে হবে। এতটাই ভয় পাওয়াতে হবে যাতে এটা দ্বিতীয় দিন না হয়।'

রাতের কলকাতা দেখাল প্রতিবাদের এক অন্য় চেহারা। রাতের কলকাতা জন্ম দিল অজস্র স্লোগানের। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রবিবার সারারাত ধর্মতলায় যে ধর্না কর্মসূচি চলল, তেমনটা শেষ কবে এই শহরে দেখা গেছে, মনে করতে পারছেন না কেউই। রাজনীতি, দল, পতাকা ছাড়াই রাতভর দলে দলে সাধারণ মানুষ সামিল হলেন প্রতিবাদে। হাতে হাত রেখে, জোরাল হল একটাই স্বর--- বিচার চাইছে আর জি কর।

আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদের মহামিছিল। নাগরিক সমাজের পাশাপাশি, মিছিলে পা মেলালেন তারকারা। ছিলেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্য়ায়, বাদশা মৈত্র, সাহেব চট্টোপাধ্য়ায়রা। অন্য়দিকে, গোলপার্ক থেকে কালো পোশাকে, মৌন মিছিল করলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram