শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: গরুপাচার মামলায় গ্রেফতার (Cattle Smuggling Case) হয়েছেন বীরভূমের (Birbhum News) দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তার পর থেকেই চাঙ্গা বিরোধী শিবির। আগামী দিনে আরও বাঘা বাঘা নেতা জালে পড়বেন বলে নিত্যদিন হুঁশিয়ারি দিয়ে চলেছেন তাঁরা। সেই আবহেই এ বার গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। গরুপাচার মামলাতেই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন।
গরুপাচার মামলায় গ্রেফতার করা হতে পারে তাঁকেও, আশঙ্কা উদয়নের!
শনিবার একটি অনুষ্ঠানে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেন উদয়ন। তিনি বলেন, "যে কোনও সময় ED, CBI আমাকেই হয়ত গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে। আমার যেটা হয়েছে, একটা পা বাইরে, আরেকটা পা আমি জেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আছি। যে কোনও সময় ED, CBI আমাকেই হয়ত গরুপাচারকারী বলে, এইখানে জেলে ঢুকিয়ে দিতে পারে। তার জন্য মানসিক ভাবে তৈরি থাকবেন। "
এর পাশাপাশি গরুপাচারে সীমান্তরক্ষীবাহিনীর (BSF) ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন উদয়ন। তিনি বলেন, "যেদিন থেকে বাড়িতে গ্যাস ঢুকেছে, সেদিন থেকে কয়লা আনতে আর কয়লার ডিপোতে যাইনি। তারপরেও হয়ত কয়লাপাচারকারী হিসেবে আমাকে জেলে ঢুকিয়ে দিতে হতে পারে। আমাকে নিয়ে বলছি। আপনাকেও হতে পারে।"
আরও পড়ুন: Khidirpur Road Accident: খিদিরপুরে লরির চাকায় পিষ্ট গাড়ি, বেঘোরে মৃত্যু তৃণমূল কাউন্সিলরের ছেলের
গরুপাচার মামলার তদন্তে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত গ্রেফতার হওয়ার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। সম্প্রতি কলকাতার একটি অনুষ্ঠানে তা নিয়ে সরব হয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর বক্তব্য ছিল, "কাল আমার বাড়িতে গেলে রাস্তায় নামবেন তো? আমার টা আমিই লড়ে নেব। কাল যদি আমার বাড়িতে সিবিআই যায়, আপনারা পথে নামবেন তো? রাস্তায় নেমে আন্দোলন করবেন তো? আমারটা আমি দেখে নেব। আপনাদেরটা কিন্তু আপনাদেরকেই দেখতে হবে!" এ বার উদয়নের গলাতেও সেই সুর শোনা গেল।
উদয়নকে পাল্টা দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ বিজেপি-র
শনিবার কোচবিহারের সীমান্ত লাগোয়া চৌধুরীরহাটে তৃণমূলের তরফে উদয়নকে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানেই এমন মন্তব্য করেন তিনি। তা নিয়ে যদিও তাঁকে কটাক্ষ করেছে বিজেপি। কোচবিহারে বিজেপি-র সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "ভবিষ্যৎদ্রষ্টা। উনি দুর্নীতিগ্রস্ত, সেটা সবাই জানে।" বিএসএফ-এর জন্যই রাজ্যবাসী শান্তিতে ঘুমোতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।