কলকাতা : রাজ্যের আকাশ থেকে করোনার (Corona) কালো মেঘ শেষমেশ কাটার পথে ? টানা বেশ অনেকদিন ধরেই দৈনিক করোনা গ্রাফ নিম্নমুখী রাজ্যে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার দফতরের (Department of Health and Family Welfare - Government of West Bengal) শনিবারের (২৭ অগাস্ট) বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। গতকালের থেকে সংখ্যাটা কিছুটা বাড়লেও তা রয়েছে তিনশোর নিচেই। গতকালের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৩২। তার আগের একদিনের হিসেব অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৫২ জন।


উদ্বেগ মৃত্যু নিয়ে


দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা স্বস্তি দিলেও দৈনিক মৃত্যু অবশ্য অল্প উদ্বেগ বজায় রেখেছে। গতকালের মতোই এদিনের রিপোর্টেও দেখা যাচ্ছে, গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪৬ জন। এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেটও (Covid Positivity Rate) ৩ শতাংশের নিচে।


রাজ্যের করোনা চিত্র


স্বাস্থ্য দফতরের শনিবারের (২৭ অগাস্ট) বুলেটিন অনুযায়ী, ৯ হাজার ৬৩৩ টি করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ২৮৩ জনের রিপোর্ট পজিটিভ। যার জেরে এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট ২.৯৪ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৩৪। যার মধ্যে হোম আইসোলেশনে (Home Isolation) রয়েছেন ২ হাজার ৯১৫ জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি ১১৯ জন। আর গত ২৪ ঘণ্টা সময়পর্বে মারণ ভাইরাসের বলি হয়েছেন ৩ জন রাজ্যবাসী।


দেশের করোনা আপডেট


দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। ফের ১০ হাজারের নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ২৫৬।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৮।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৫৯৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ৯৮ হাজার ৬৯৬।  


আরও পড়ুন- টালির চালের ভাড়া বাড়ি থেকে নিউটাউনের ফ্ল্যাট, একাধিক গাড়ি, রকেট গতিতে উত্থান প্রসন্নর