পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করেছেন তৃণমূলের একাধিক নেতা। এবার তা নিয়ে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের দাবি, বৃহস্পতিবার পরিচিত মহলে ফিরহাদ হাকিমের নাম করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। জেল থেকে বেরোলে প্রথম কোথায় যাবেন, তাও বৃহস্পতিবার স্পষ্ট করে দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।


নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর, পার্থ চট্টোপাধ্য়ায়কে সাসপেন্ড করেছে তৃণমূল। বন্দি থাকাকালীন তিনি বারবার তৃণমূলের পাশে থাকার বার্তা দিলেও, দলের একাধিক নেতার বক্তব্য়ে, তাঁর সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা স্পষ্ট ধরা পড়েছে। এই প্রথমবার তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব!


ফিরহাদের মন্তব্য:
সম্প্রতি পার্থ চট্টোপাধ্য়ায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য় করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'টাকা দিয়ে চাকরি হলে তা খুবই লজ্জার। দুর্নীতি করে থাকলে পাপ করেছে। এই পার্থদাকে আমি চিনি না। আমার অচেনা লাগছে।' সূত্রের দাবি, বৃহস্পতিবার আলিপুর আদালতে পরিচিতমহলে এনিয়ে মুখ খোলেন পার্থ চট্টোপাধ্য়ায়। ক্ষোভের সুরে তিনি বলেন, ফিরহাদ হাকিম আমাকে না চিনলেও, আমি তাঁকে আর তাঁর পরিবারের সবাইকে খুব ভাল করে চিনি। নিয়োগ দুর্নীতির তদন্তে, পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্য়াট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা। উদ্ধার হয়েছিল কয়েক কোটি টাকা মূল্যের গয়না। 


সম্প্রতি টাকা উদ্ধার নিয়েও দল হিসেবে কার্যত দায় ঝেড়েছে তৃণমূল। সূত্রের দাবি, বৃহস্পতিবার এনিয়েও পরিচিতমহলে পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, 'পার্টি অফিস থেকে টাকা উদ্ধার হয়নি বলছে! এ কী সাংবাদিক বৈঠক! পার্টি অফিস থেকে টাকা উদ্ধার হয় নাকি!'


পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারির পর প্রায় আটমাস কেটে গেছে। বন্দিদশা থেকে মুক্তি পেলে প্রথম কোথায় যাবেন, তা-ও এদিন বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, পরিচিতমহলে তিনি বলেন, বেরোলে সবার আগে সাংবাদিক বৈঠক করব। আর বেরিয়ে সবার আগে নিজের বিধানসভা কেন্দ্রে যাব।


পার্থর আর্জি:
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর জামিনের মামলার শুনানি রয়েছে আগামী ২৩ মার্চ। সেই উপলক্ষ্যে আদালতে পেশ করা হবে পার্থকে। আর সেই দিনই আদালতে কথা বলতে চেয়ে আর্জি জানিয়েছেন তিনি। যেদিন আদালতে জামিনের মামলার শুনানি হবে, সে দিন আদালতে কিছু বলতে চান তিনি। তার জন্য যেন পাঁচ মিনিটের জন্য তাঁকে কথা বলতে দেওয়া হয়, আর্জি জানিয়েছেন পার্থ।


আরও পড়ুন: একের পর এক কাঁটা! এবার কী নয়া কৌশল? আজ বৈঠকে তৃণমূল