কলকাতা: কলকাতায় এসে জোড়াফুল পাতাকা হাতে তুলে নেবেন, এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু তৃণমূলে অর্জুন সিংহের (Arjun Singh) প্রত্যাবর্তন ঘিরে চাপানউতোর। অর্জুনকে দলে ফেরত নেওয়া নিয়ে তৃণমূল (TMC) নেতাদের মধ্যে মতবিভেদ রয়েছে বলে শোনা যাচ্ছে। তার জেরে দফায় দফায় বৈঠক চলছে ক্যামাক স্ট্রিটে। সেখানে দু'পক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ চক্রবর্তী, পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক, রফিকুর রহমানরা। অর্জুনকে ফেরত নেওয়ায় কারও কোনও আপত্তি রয়েছে কিনা, তা জানতেই বৈঠক ডাকেন অভিষেক। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে সেই বৈঠক। এর পর তাজ বেঙ্গল থেকে অর্জুনকেও আসতে বলা হয়। সেখানেও রুদ্ধদ্ধার বৈঠক চলছে। বিকেল সওয়া ৫টা পেরিয়ে গেলেও, এখনও পর্যন্ত বৈঠক শেষ হয়নি। যোগদান হয়নি অর্জুনের।
মধ্যস্থতায় খোদ অভিষেক
লোকসভা নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে মতভেদের জেরে তিন বছর আগে তৃমমূল ছেড়ে বিজেপি-তে (BJP) চলে যান অর্জুন। তার পর থেকে গেরুয়া শিবিরের লাইন ধরেই লাগাতার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গিয়েছেন তিনি। এমনকি তৃণমূলের জন্মলগ্ন থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিসিয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন, সেই মমতাকেও তীব্র আক্রমণ করতে দেখা যায় অর্জুনকে। মমতার সততা বোধ নিয়ে প্রশ্ন করেন তিনি। মমতা বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়বেন, এমন মন্তব্যও শোনা যায় তাঁর মুখ থেকে। অভিষেককেও কম কটাক্ষ করেননি অর্জুন। রাজ, জ্যোতিপ্রিয়, পার্থ,রফিকুর-সহ উত্তর ২৪ পরগনায় তৃণমূলের নেতৃত্বকেও বার বার তীব্র আক্রমণ করেছিলেন তিনি। তাই অর্জুনকে ফেরত নিলে কর্মী-সমর্থকদের মনেও বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন দলীয় নেতৃত্ব। তাই দু'পক্ষের মান-অভিমান ভাঙাতেই তৎপর অভিষেক।
আরও পড়ুন: Arjun Singh: আজই তৃণমূলে ফিরতে পারেন বিজেপির অর্জুন সিংহ, অভিষেকের অফিসে যোগদান খবর সূত্রের
তাই অর্জুনকে দলে ফেরত নেওয়ায় অনেকেরই আপত্তি রয়েছে বলে শোনা যাচ্ছে। তৃণমূল সূত্রে খবর, বিপদের সময় দলকে ফেলে চলে যাওয়া অর্জুনকে ফেরানো নিয়ে ওজর-আপত্তি জানিয়েছেন উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্ব। তাই সকলের মতামত শোনার সিদ্ধান্ত নেন অভিষেক। পরে বৈঠকে ডাকা হয় অর্জুনকেও। পুরনো ঘটনা এবং আগামী দিনে দলের প্রতি তিনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন, এ সব নিশ্চিত করার পরই চূড়ান্তচ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
অর্জুনের তৃণমূলে ফেরা নিয়ে ডামাডোল!
তবে অর্জুনের তরফেও 'প্রায়শ্চিত্তে' কোনও খামতি রাখা হচ্ছে না। ক্যামাক স্ট্রিটে সকাল থেকেই ভিড় করেছেন তাঁর সমর্থকেরা। টিটাগড়, ভাটপাড়া, জগদ্দল থেকে দলে দলে মানুষ এসে জড়ো হয়েছেন। অর্জুনের নামে জয়ধ্বনি দিয়ে চলেছেন তাঁরা। অর্জুন তৃণমূলে এলে, ব্যারাকপুর, ভাটপাড়া এবং সংলগ্ন এলাকা থেকে বিজেপি কার্যত মুছে যাবে বলে দাবি তাঁদের। তাঁরা জানিয়েছেন, কী বিজেপি, কী তৃণমূল, অর্জুন যেখানেই থাকুন না কেন, তাঁর সমর্থনে এককাট্টা থাকবেন তাঁরা। তবে যতটা আশা করেছিলেন অর্জুন, তাঁর তৃণমূলে ফেরার পথ ততটাও কুসুমাস্তীর্ণ হচ্ছে না বলে মত রাজনৈতিক মহলের।