আশাবুল হোসেন, কলকাতা: আজই তৃণমূলে ফিরতে পারেন বিজেপির অর্জুন সিংহ (Arjun Singh)। পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি (BJP) সাংসদ অর্জুন। আজ বিকেল ৪টে নাগাদ তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন। অভিষেকের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের (Camac Street) অফিসে ব্যারাকপুরের বিজেপি সাংসদের যোগদান-সম্ভাবনা। তার আগে উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে অভিষেকের বৈঠক, খবর সূত্রের।
এদিকে, দলবদলের জল্পনার মধ্যেই ফের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট অর্জুন সিংহর। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘যাঁরা আমার ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা নিজেদের দিকে দেখুন'। ফের শায়েরি পোস্ট বিজেপি সাংসদ অর্জুন সিংহর। ‘যেখানে ঝড় উঠেছে, সেখানেই নৌকা নিয়ে চলো’, গতকাল পোস্ট করেছিলেন অর্জুন সিংহ।
শুনা হ্যায় আজ সমন্দর কো খুদ পে গুমান আয়া হ্যায়। উধর হি লে চলো কসতি, যাঁহা তুফান আয়া হ্যায়। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহর এই শায়েরি ঘিরে নতুন করে জল্পনা। তিনি যা লিখেছেন তার আর্থ - শুনেছি, সমুদ্র আজ নিজেকে নিয়ে গর্বিত। যেখানে ঝড় উঠেছে সেখানেই নিয়ে চলো নৌকা। সাগর বলতে কী বুঝিয়েছেন? ঝড় বলতেই বা কী বোঝাতে চাইছেন? বিজেপি সাংসদের দলবদলের জল্পনার মধ্যেই নতুন ইন্ধন জুগিয়েছে এই শায়েরি।
আরও পড়ুন, কমল পেট্রোল-ডিজেলের দাম! কেন্দ্রীয় ঘোষণার পরই সিদ্ধান্ত দুই রাজ্যের বাম-কংগ্রেস সরকারের
এদিকে এই প্রসঙ্গে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। সবাইকে তো আর মুখ্যমন্ত্রী করতে পারব না। সংখ্যা থাকলে হয়তো সেটাও করে দেওয়া যেত। অর্জুন সিংহের ফের ঘাসফুলে প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষের সুরে এমন মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
পাশাপাশি অর্জুনকে দলে ফেরানো হবে কি না, তা মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবেন। তবে অর্জুন ফিরে এলে যেন আর দল বদল না করে। অর্জুন সিংহের দলবদলের জল্পনার মধ্যে মন্তব্য তৃণমূল বিধায়ক তাপস রায়ের।