কলকাতা: চোর স্লোগান লেখা টি শার্ট পরে অবস্থান বিক্ষোভ। তার জেরে ফের শুভেন্দু অধিকারীর (Sujvendu Adhikari) বিরুদ্ধে থানায় গেল তৃণমূল। জাতীয় সঙ্গীত 'অবমাননা' পর এবার চোর স্লোগান লেখা টিশার্ট (Tshirt Controversy) নিয়ে নালিশ।
তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারী-সহ বাকি বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। রাজ্যের শাসক দলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর (Chief Minister) চেয়ারকে অসম্মান করা হয়েছে এমন কাজ করে। বাংলার মানুষের ভাবাবেগে আঘাতের অভিযোগও এনেছে তৃণমূল। এই অভিযোগকে এফআইআর হিসেবে বিবেচনা করার দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূল বিধায়ক হিসেবে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের চন্দ্রিমা ভটাচার্য।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'আমি একটু স্মরণ করে দিতে চাই মাননীয়া মুখ্যমন্ত্রীকে। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে হরিদাস পাল বলেছিলেন, কোমরে দড়ি দিয়ে ঘোরানোর কথা বলেছিলেন, সেদিন প্রধানমন্ত্রীর চেয়ারের সৌজন্যতার কথা মনে ছিল না?' তাঁর দাবি, যে টি-শার্ট পরা হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরূপ প্রকাশ করা হয়েছে। এতে রেগে যাওয়ার কিছু নেই বলে তাঁর দাবি। শঙ্কর ঘোষ বলেন, 'ওঁর মন্ত্রিসভার সদস্যরা জেলে যাচ্ছেন। কথায় রয়েছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সবাই সৎ আর উনি অসৎ, এটা কীভাবে হয়?'
সকালেই শুভেন্দুর তোপ:
প্রথম থেকেই বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দুর্নীতি ইস্যুতেই আক্রমণ করে এসেছেন শুভেন্দু অধিকারী। রেড রোডের সভায় এদিন 'মমতা চোর' লেখা টি-শার্ট পরে অবস্থান বিক্ষোভে বসেন শুভেন্দু অধিকারী এবং তাঁর সঙ্গী বিজেপি বিধায়করা। এদিনও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আসল চোরেরা জেলে যাবে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় সর্বংশে জেলে যাবেন।' শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, প্রশাসনিক আধিকারিকদেরও নিশানা করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, 'প্রথম জেলে যাবেন হিঙ্গলগঞ্জের বিডিও। মিড ডে মিলের টাকা থেকে কম্বল বিতরণ করেছেন। জেলে যেতে হবে রামপুরহাটের বিডিও-কে। মোদিজি বলেছেন, দরকার হলে ১ লক্ষ যুবক-যুবতীকে এজেন্সিতে নিয়োগ করব। একটা চোরকেও আমি বাইরে রাখব না। মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, চোর বললেও তাঁর কিছু যায় আসে না। আমার মুখ বন্ধ করতে পারবেন না'। এদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন,'গতবছর সাড়ে ৫ মাস আমাকে বিধানসভার বাইরে রেখেছিল। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চোর স্লোগান শোনানোর ২ মিনিটের মধ্যে বহিষ্কার করা হয়। আগে থেকেই সব ঠিক করা ছিল।' শুভেন্দুর কটাক্ষ, 'এই মুখ্যমন্ত্রীর আসল স্বরূপ বিধানসভায় প্রকাশ করে দিয়েছি। সেই জন্য শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে।'
আরও পড়ুন: 'যাঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে, সেই বেশি চিল্লাচ্ছে', কটাক্ষ অভিষেকের