কলকাতা: এই নাটক মঞ্চস্থ হওয়ার সময়, দর্শকাসন থেকে উঠে আসেন অনির্বাণ ভট্টাচার্য্য় (Anirban Bhattacharyya)। সেটাই তাঁর প্রবেশ... এরপরে গোটা নাটক জুড়ে তাঁর ও অর্ণ মুখোপাধ্যায়ের (Arna Mukherjee)-র এক অদ্ভূত সমীকরণ, দ্বৈরথ, বন্ধুত্ব সব মিলিয়ে টান টান এক গল্প বলে যায় দর্শকদের। মঞ্চের আলো-জ্বলা নেভা আর সংলাপে-সঙ্গীতে ছবি আঁকা হয়, তার রেশ কাটানো যায় না সহজে। আর সেই নাটক যদি এবার মঞ্চ ছাড়িয়ে, বড়পর্দায় প্রবেশ করে তাহলে? 


২০১৬ সালে মঞ্চে 'অথৈ' নাটকটি নিয়ে এসেছিলেন অর্ণ, আর এবার সেই গল্পকেই পর্দায় নিয়ে আসছেন তিনি। মঞ্চের মতো পর্দাতেও পরিচালনার দায়িত্ব রয়েছে অর্ণর কাঁধেই। ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন অনির্বাণ। মুখ্যভূমিকায় দেখা যাবে অর্ণকে। নেতিবাচক ভূমিকায় রয়েছেন অনির্বাণ। এই ছবির নায়িকার ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে। তবে অনির্বাণ নয়, অর্ণর সঙ্গে জুটি বাঁধবেন তিনি। 


শেক্সপিয়ারের 'ওথেলো' থেকে অনুপ্রাণিত হয়ে মঞ্চস্থ হয়েছিল এই নাটক। এক দলিত সমাজের গল্প বলবে 'অথৈ'। এক দলিত নেতার ভূমিকায় দেখা যাবে অর্ণকে। সোহিনীর চরিত্র এখানে ভালবাসার চিহ্ন। অন্যান্য গল্পের পাশাপাশি, রাখা হবে মূল 'ওথেলো' গল্পের নির্যাসও। জিও স্টুডিওজ ও এসভিএফ এন্টারটেনমেন্টের (Jio Studios and SVF Entertainment) যুগ্ম প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। মঞ্চের ইয়াগো বা পর্দার গোগোর চরিত্রে দেখা যাবে অনির্বাণকে। ডেসডিমোনার অনুকরণে লেখা সোহিনীর চরিত্র, নাম দেওয়া হয়েছে দিয়া। ওথেলোর অনুকরণে তৈরি হয়েছে ডঃ অথৈ লোধার চরিত্র। সেই চরিত্রেই থাকছেন অর্ণ। ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে এই ছবির শ্যুটিং। আগামী বছরে মুক্তি পাওয়ার কথা 'অথৈ'-এর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মোশন পোস্টার ও অন্যান্য তথ্য।


পর্দায় অনির্বাণ-সোহিনীর জুটি বেশ জনপ্রিয়, তবে এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে না অনির্বাণ ও সোহিনীকে। বরং এই ছবিতে অনির্বাণ ও সোহিনীর সমীকরণ সম্পূর্ণ বিপরীতই হবে। অন্যদিকে, প্রথমে অনির্বাণের চরিত্র গোগোকে অথৈ-এর বন্ধু মনে হলেও, গল্প এগোলে তাঁর চরিত্রের বিভিন্ন মোচড় সামনে আসবে। এই সমীকরণ দর্শকদের অন্য স্বাদের এক বিনোদন উপহার দেবে বলেই আশা।




আরও পড়ুন: Salaar Trailer: ট্রেলারেই বাজিমাত! শাহরুখের 'ডাঙ্কি'কে পিছনে ফেলল প্রভাসের 'সালার', গড়ল নয়া রেকর্ড


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।