কলকাতা: কাল তৃণমূলের (TMC) সাংগঠনিক নির্বাচন। চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। শাসক দলের তরফে জানানো হয়েছে, বিজেপি (BJP) বাদে সাংগঠনিক নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে।
চার কর্পোরেশনে ভোটের (Corporation Election) আগে আরেক ভোট। এ ভোট তৃণমূলের (Trinamool Congress) দলীয় স্তরে। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) হবে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। যেখানে দলের চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। শেষবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। সে বার একমাত্র দলনেত্রী পদে নির্বাচন হয়। তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়।
জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) নিয়ম অনুযায়ী, প্রতিটি স্বীকৃত রাজনৈতিক দলকে ৫ বছর অন্তত একবার করে সাংগঠনিক স্তরে নির্বাচন করতে হয়। সেই নিয়ম মেনেই হচ্ছে নির্বাচন। শাসক দলের নির্বাচনে থাকবে দেড় হাজার প্রতিনিধি। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সাংসদ, বিধায়ক, শাখা সংগঠনের প্রধান, জেলা কোর কমিটির সদস্য, রাজ্য কমিটির পদাধিকারী, প্রাক্তন সাংসদ থাকবেন, অন্য রাজ্য থেকেও প্রতিনিধি আসবে’’
এবার তৃণমূলের(Trinamool Congress) সাংগঠনিক নির্বাচনে থাকছে চমক। পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে। তবে সেই তালিকায় বাদ বিজেপি। দলের চেয়ারপার্সন (Chairperson) হওয়ার পর, নিয়ম মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই বাকি কমিটিগুলির পদাধিকারীদের নির্বাচনের দায়িত্ব বর্তাবে। তবে সেই নির্বাচন কবে হবে তার সিদ্ধান্ত তৃণমূল নেত্রীই নেবেন। বর্তমানে তৃণমূলের (Trinamool Congress) সর্বোচ্চ নীতি নির্ধারক ওয়ার্কিং কমিটিতে (Working Committee) সদস্য রয়েছেন ২১ জন। বুধবারই কি এই কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা হবে? নাম ঘোষণা হলে, তাতে কারা থাকবেন? তা নিয়ে জল্পনা চলছে।