কলকাতা: বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের খুলছে স্কুল। পঠনপাঠনের খুঁটিনাটি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার খুলবে স্কুল। অষ্টম থেকে দ্বাদশের ক্লাস হবে সোম থেকে শনিবার। বুধবারের মধ্যে স্কুল এবং ক্লাসরুম পঠনপঠানের উপযোগী করে তুলতে হবে।  ক্লাস শুরুর আধ ঘণ্টা আগে আসতে হবে পড়ুয়াদের। শিক্ষক ও শিক্ষাকর্মীরা বুধবার থেকেই কাজে যোগ দেবেন। একাদশ-দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষা স্কুল শুরুর দিন থেকেই নেওয়া যাবে। স্কুল চলাকালীন পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক।


সরকারি সূত্রের খবর, পড়ুয়াদের স্কুল আসার ক্ষেত্রে জোরাজুরি করা হবে না। কোনও পড়ুয়া না এলে, উপস্থিতির হারে তার প্রভাব পড়বে না।  কলকাতা পুরসভার তরফ থেকে এদিন বিভিন্ন স্কুল জীবাণুমুক্ত করা হয় স্কুলগুলি। কথায় বলে, বিদ্যারম্ভে বৃহস্পতি। প্রায় ২ বছর পর সরস্বতী পুজোর আগে, আগামী বৃহস্পতিবারই রাজ্যে ফের খুলে যাচ্ছে স্কুল।  ওই দিনই খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে গতকাল এবিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল স্কুল ও উচ্চশিক্ষা দফতর। এবার বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।


গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার শুনিয়েছিল স্বাস্থ্য দফতর। সেই আশঙ্কা থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ঘোষণা করা হয় ৩ জানুয়ারি থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। দৈনিক সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই স্কুল খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রায় এক মাস পর পড়ুয়াদের কোলাহলে মুখরিত হবে শিক্ষা প্রতিষ্ঠান। 


উল্লেখ্য গত বছর ১২ ফেব্রুয়ারি ১০ মাস পর খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ। গত বছর অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী জানান নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোভিড বিধি মেনে শুরু হবে ক্লাস। এরপর ১৬ নভেম্বর থেকে রাজ্যে খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এরমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট শেষ হয়েছে। রাজ্যের স্কুলগুলির পাশাপাশি ৩ ফেব্রুয়ারি থেকে বঙ্গে খুলছে বেসরকারি স্কুলও। ‘সরকারি বিধি মেনেই খুলবে স্কুল।’জানালেন আইসিএসই কাউন্সিলের সিইও। ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে সিবিএসই স্কুলও। 


আরও পড়ুন: North 24 Paraganas: সিসিটিভি ক্যামেরা ভেঙে, পর্দা আড়াল করে দুঃসাহসিক চুরি আমডাঙার সোনার দোকানে