প্রকাশ সিনহা, কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাসের (Post Poll Violence) মামলায় অনুব্রতকে (Anubrata Mondal) ফের তলব। বীরভূমের একটি খুনের মামলায় অনুব্রতকে সিবিআই তলব। গত সপ্তাহেও তলব, না যাওয়ায় ফের অনুব্রতকে তলব। শরীর খারাপের কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন অনুব্রত। সময় না দিয়ে ফের নোটিস। ৩ ফেব্রুয়ারি বীরভূমেরই ইলামবাজারের সিবিআই ক্যাম্পে অনুব্রতকে হাজিরার নির্দেশ। 


ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে ফের তলব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। বিধানসভা ভোটের ফলপ্রকাশের দিন বীরভূমের ইলামবাজারে এক বিজেপিকে কর্মী খুনের ঘটনায়  অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। যদিও সিবিআই সূত্রে খবর, এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি।


গত বছরের দোসরা মে, বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন বীরভূমের ইলামবাজারের গোপালনগর গ্রামে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়, ওই দিন দুপুর দুটো নাগাদ, তাঁদের বাড়িতে হামলা চালায় একদল তৃণমূলকর্মী।  বিজেপি কর্মী গৌরব, তাঁর এক ভাই ও এক বন্ধুকে লোহার রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি কর্মীর। অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করে ইলামবাজার থানার পুলিশ। পরবর্তীকালে সেই তদন্তভার যায় CBI-এর হাতে।  তদন্তে নেমে অভিযুক্তদের আত্মসমর্পণ করার জন্য রীতিমতো ঢাক পিটিয়ে নোটিস জারি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।


CBI সূত্রে খবর, ইতিমধ্যেই  এই মামলায় একাধিক সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে।   CBI-এর দাবি, একাধিক বয়ানে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে। এরপরই শুক্রবার তাঁকে বীরভূমে CBI-এর ক্যাম্প অফিসে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও এদিন সেখানে হাজির হননি অনুব্রত। CBI সূত্রে খবর, এর আগে আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়ে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার জন্য তিনি যেতে পারছেন না। ফের বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে তলব করা হল।  


আরও পড়ুন: Howrah News: হাওড়ায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার, নেপথ্যে কারা? তদন্তে পুলিশ