সোমনাথ মিত্র ও কমলকৃষ্ণ দে, সিঙ্গুর : পূর্ব বর্ধমানের জৌগ্রাম ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে মন্ত্রী বেচারাম মান্নার কনভয় (Becharam Mannas Convoy Accident)। হাঁটু ও ঘাড়ে সামান্য চোট পেয়েছেন তিনি। জামালপুরে হঠাৎ একটি গাড়ি মন্ত্রীর কনভয়ের সামনে চলে আসায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ (Police)।


কোথায়, কীভাবে দুর্ঘটনা


দুর্ঘটনায় কবলে পড়লেন মন্ত্রী বেচারাম মান্না। আসানসোল (Asansol) থেকে সিঙ্গুরে (Singur) ফেরার পথে দুর্ঘটনা ঘটে মন্ত্রীর কনভয়ে। হাটু ও ঘাড়ে সামান্য চোট (Minor Injury) পেয়েছেন মন্ত্রী।


পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের (East Burdwan) জৌগ্রাম ফ্লাইওভারে কাছে। হঠাৎ একটি গাড়ি সামনে চলে আসায় গাড়িটিকে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় কনভয়ের পাইলট কার। পাইলট কারের পিছনে ধাক্কা মারে মন্ত্রীর গাড়ি। দুমড়ে মুচড়ে যায় গাড়ির বনেট। 


কী জানাচ্ছেন মন্ত্রী


তৃণমূল বিধায়ক ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, 'জামালপুর থানা এলাকায় জৌগ্রামে আমার কনভয়ের দিকে গাড়ি ঢুকে পড়ে, পাইলট কার তার পিছনে মারে, তার পিছনে আমার গাড়ি মারে, ক্ষতিগ্রস্ত হয়।'


দুর্ঘটনায় চোট পেয়েছেন মন্ত্রীর গাড়ির চালক, দেহরক্ষী সহ ৩ জন। পুলিশ জানিয়েছে, যে গাড়ির জন্য দুর্ঘটনা, সেটিকে আটক করা হয়েছে। 


বারবার দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়


২ মাসেরও কম সময়ের মধ্যে ৩ বার দুর্ঘটনার কবলে পড়েছে শুভেন্দু অধিকারীর কনভয়। যা নিয়ে চড়েছে প্রবল রাজনৈতিক তরজা। গোটা বিতর্কের জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্তও। পয়লা জুলাই যেখানে দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) কনভয়ে থাকা CRPF’এর গাড়ি। সূত্রের খবর, কাঁথি থেকে কলকাতার দিকে যাচ্ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়।  বিকেল সোয়া ৪টে নাগাদ মারিশদার বেতালিয়ার কাছে, দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা সিআরপিএফ-এর শেষ গাড়িটি, একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে, উল্টোদিক থেকে আসা লরিতে ধাক্কা মারে। যার কিছুদিনের মধ্যেই সোনারপুরের দিক থেকে EM বাইপাস ধরে, এয়ারপোর্টের দিকে যাওয়ার সময়  কালিকাপুরের কাছে কনভয়ের পিছনে থাকা পুলিশের গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লাগে।


আরও পড়ুন- লালবাজার থেকে ছাড়া হল শুভেন্দুকে, বিরোধী দলনেতাকে গোলাপের মালা পরালেন বিজেপি কর্মীরা