পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সতর্ক করলেন তৃণমূল বিধায়ক (TMC MLA)। সেটাও বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে প্রকাশ্যে। তৃণমূল কাউন্সিলর অভিযোগ অস্বীকার করলেও, এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)। 


একবার নয়, দুবার নয়, তিনবার নয়। বারবার। বিজয়া সম্মিলনীর মঞ্চে তৃণমূলের দলীয় কোন্দল প্রকাশ্যে এসে পড়ছে। লম্বা হচ্ছে তালিকা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, মুর্শিদাবাদের বড়ঞা, কোচবিহারের মাথাভাঙার পর এবার বাঁকুড়া।


দুর্নীতির অভিযোগ-


ভগবানপুরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, বড়ঞায় বিধায়কের বিরুদ্ধে সরব, মাথাভাঙায় দুই তৃণমূল নেতার বচসা। এবার বাঁকুড়ায় বিজয়া সম্মিলনীর মঞ্চে দাঁড়িয়ে দলেরই কাউন্সিলরকে দুর্নীতির অভিযোগ তুলে সরাসরি নিশানা করলেন তালডাংরার তৃণমূল বিধায়ক। ওই তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, আমার কাছে খবর আসে অনেক, কয়েকটা ওয়ার্ডের খবর আছে। আমি সাবধান করছি তাঁদের, তাঁরা সংযত হন। ১৬ নম্বর ওয়ার্ড থেকে আমার কাছে অভিযোগ আছে। কমিশনাররা কাজ করতে গেলে পয়সা চান। এ জিনিস বরদাস্ত করা হবে না। আমি সতর্ক করে দিলাম। মনে রাখবেন, আমি দলের প্রহরী হিসাবে কাজ করি বাঁকুড়া জেলায়।


সেসময় মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক যাঁর বিরুদ্ধে মঞ্চ থেকে অভিযোগ করেন সেই কাউন্সিলরও অনুষ্ঠানে ছিলেন। যদিও বাঁকুড়া ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সোনাই ঘোষাল বলছেন, ওঁর কাছে যাই না বলে অভিমান করে বলেছেন, নাকি বাইরে থেকে কেউ কিছু কানে তুলেছে জানি না। বয়স হচ্ছে বলে এসব কথা বলছেন।


দলেরই কাউন্সিলরকে নিশানা তৃণমূল বিধায়কের, কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির বাঁকুড়া জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, টাকা নেয়, সেটা আবারও প্রমাণিত হল।


কোথাও প্রকাশ্যে দলের কোন্দল, তো কোথাও কাটমানির অভিযোগে দলেরই নেতাকে নিশানা। পঞ্চায়েত ভোটের আগে ক্ষত মেরামত করতে পারবে কি তৃণমূল ? সে প্রশ্ন থেকেই যাচ্ছে।


এদিকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (North Bengal) সফর চলাকালীন জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে তৃণমূলের (TMC) দুই নেতার সংঘাত প্রকাশ্যে চলে আসে। বর্তমান ব্লক সভাপতির বিরুদ্ধে বিজেপির সঙ্গে হাত মেলানোর অভিযোগ জানান প্রাক্তন ব্লক সভাপতি।


আরও পড়ুন ; 'বিজেপির সঙ্গে আঁতাঁত', মুখ্যমন্ত্রীর সফরকালীনই মালবাজারে তৃণমূলের দুই নেতার সংঘাত প্রকাশ্যে !