সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের বাম জমানায় চিরকুটে চাকরির অভিযোগ (Recruitment Scam)। সম্প্রতি এ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তাঁর বাবার কাছে এমন অনেক সুপারিশ আসত বলে মন্তব্য করেন। এ বার তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও (Tapas Chatterjee) বাম আমলে চিরকুটে চাকরি হওয়ার অভিযোগ তুললেন। শুধু তাই নয়, বাম আমলেও নম্বরে কারচুপি হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন।
তাপসের আরও একটি পরিচয় হল, তিনি প্রাক্তন সিপিএম নেতা
রাজারহাট-নিউটাউনের তৃণমূল (TMC) বিধায়ক তাপস। তাঁর আরও একটি পরিচয় হল, তিনি প্রাক্তন সিপিএম নেতা (CPM)। চিরকুটে চাকরির পাশাপাশি, বাম আমলে নম্বরেও কারচুপি হয়েছিল বলে অভিযোগ তাঁর। আর তাঁর এই মন্তব্য নিয়েই নতুন করে জলঘোলা হতে শুরু করেছে। কারণ নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তপ্ত রাজ্য রাজনীতি, সেই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন বামেরাও। এ বার তাঁদের আমলেই চিরকুটে চাকরির অভিযোগ।
দিনকয়েক আগে নিজের বিধানসভা কেন্দ্রের এক অনুষ্ঠানে বাম আমলের চাকরির প্রসঙ্গ তুলে পুরনো দলকে নিশানা করেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস। দাবি করেন, আগেও দলের সুপারিশে চাকরিপ্রার্থীদের নম্বর কারচুপি করা হয়েছে। তিনি বলেন, "রাজারহাটে কী কী হয়েছে, আমি অনেকটা জানি। আমার সামনে একবার এক দিদিমণি এসেছেন। তিনি আমাকে কয়েকটা সউ করাতে এসেছিলেন। আমি বললাম, তোমরা পথসভা করছো। তোমার চাকরিটাই বলি! তুমি যে চাকরি পেয়েছো, কত নম্বর দিয়ে করেছি! তুমি আমার এলাকার মেয়ে, ভাল বন্ধু। তোমার চাকরিটা কী ভাবে হয়েছে!"
Partha Chatterjee: রেড রোডে ধর্নায় মমতা, সমর্থন জানালেন পার্থ, স্মরণ করালেন নেত্রীর লড়াইয়ের কথা
বাম আমলেও নম্বরে কারচুপি হয়েছে বলেও দাবি করেন তাপস। তাঁর বক্তব্য, "বাম আমলে চিরকুটে চাকরি...বাম আমলে সিলেকশন হয়ে যেত...এমন তথ্য আছে যে, শূন্য পাওয়াকে পুরো নম্বর দেওয়া হয়েছে। নম্বর কমানোর জন্য দেওয়া হয়েছে শূন্য। আমি নাম ধরে ধরে বলে দেব, সিপিএম-এর আমলে রাজারহাটে যাদের চাকরি হয়েছে।"
বাম আমলে রাজারহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন তাপস। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগের বছর সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ে প্রথমবার বিধায়ক হন। এবার সেই তাপসের গলাতেই বাম-জমানায় চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ।
যদিও তাপসকে পাল্টা জবাব দিয়েছে বামেরা। উত্তর ২৪ পরগনায় সিপিএম-এর জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী বলেন, "কাটমানির জন্য অনুপযুক্তদের কাছে চাকরি বিক্রি করছে...টাকার পাহাড়...মন্ত্রী থেকে বিধায়ক জেলে রয়েছেন। এখন মনে পড়ছে বাম আমলের দুর্নীতির কথা! েই হল তৃণমূলের দৈন্যদশা।"
চিরকুটে চাকরির অভিযোগ সম্প্রতি জোর পায় উদয়নের মন্তব্যে
বাম আমলে চিরকুটে চাকরির অভিযোগ সম্প্রতি জোর পায় উদয়নের মন্তব্যে। নিয়োগে দুর্নীতি নিয়ে বামেদের নিশানা করেন উত্তরবঙ্গ
উন্নয়নমন্ত্রী। এমনকি, দুর্নীতির জন্য প্রয়াত বাবার নামও মুখে আনেন তিনি। উদয়নও বাম শিবির থেকেই দল বদলে তৃণমূলে এসেছিলেন। এ বার বাম শিবির ছেড়ে তৃণমূলে যাওয়া আরও এক নেতা চাকরি-দুর্নীতি নিয়ে পুরনো দলকে কাঠগড়ায় তুললেন।