রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পুলিশের (police) বিরুদ্ধেই জবরদখলের অভিযোগ তৃণমূল বিধায়কের (TMC MLA)! থানার পাশে জমিতে পার্ক তৈরির চেষ্টা পুলিশের, অভিযোগ তৃণমূলের। বাধা দিয়ে বিক্ষোভ শাসকদলের বিধায়ক হুমায়ুন কবীরের (humayun kabir)। প্রতিবাদে থানা ঘেরাও। ওসির অপসারণ দাবি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বে ভরতপুর থানা ঘেরাও। থানার পাশে মাটি ফেলে পার্ক তৈরির চেষ্টা করছে পুলিশ, অভিযোগ হুমায়ুন কবীরের। 


কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, ওসির অপসারণ চেয়ে থানা ঘেরাও করেছেন খোদ শাসকদলের বিধায়ক। দরজা ভেঙে থানা ঘেরাওয়ের চেষ্টা তৃণমূলকর্মীদের। তৃণমূলকে ক্ষমতা দেখাচ্ছেন ওসি, অভিযোগ হুমায়ুন কবীরের। শাসকদলের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। তাদের পাল্টা দাবি, জবরদখল মুক্ত করে জমিটি উন্নয়নমূলক কাজে লাগানোর চেষ্টা হচ্ছিল। সূত্রের খবর, উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবেই যখন থানার পাশের ওই জমিতে মাটি ফেলা হচ্ছিল তখনই ব্লক তৃণমূল নেতৃত্ব তাতে বাধা দিতে শুরু করে। দুপুরের পর থেকে দফায় দফায় এই কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে পৌঁছন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এর পরই তুঙ্গে ওঠে গণ্ডগোল। অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা থেকে হাতাহাতি, এমনকি ধাক্কাধাক্কি পর্যন্ত পৌঁছে যায় পরিস্থিতি। হুমায়ুনের অভিযোগ, 'পয়সার বিনিময়ে ওসি কাজ করেন। অনেক প্রমাণ আমাদের কাছে রয়েছে। একটা মন্ত্রীর দফতরের আধিকারিক বলে আমরা অনেক দিন ধরে এটা বরদাস্ত করেছি।...ওসি তাঁর ক্ষমতার জোরে ৫০ জন শ্রমিক দিয়ে, জেসিবি নিয়ে পুকুরের উপর পাঁচিল দিচ্ছেন।' অভিযোগ, ব্লক তৃণমূল সভাপতি তাঁকে ফোন করলেও ধরেননি। তার পরই হইচই। ঘটনাটি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি শিবির।


কটাক্ষ বিজেপি শিবিরের...
সরকার, দলের মধ্যে একটা ডামাডোল চলছে, প্রতিক্রিয়া বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। সঙ্গে সংযোজন, 'যে যা ইচ্ছা করছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন বিধায়ক অভিযোগ করেছেন।...আর পুলিশের দাদাগিরি তো আমরা জানিই। পুলিশ রাজনৈতিক কাজ আর জবরদখল করতে গিয়ে তাদের কাজের ইচ্ছাই চলে গিয়েছে। পশ্চিমবঙ্গে মাদক, সন্ত্রাসবাদী, সমাজবিরোধীদের মতো বিষয়গুলির খবরই রাখে না তারা। অন্য রাজ্যের পুলিশ এখান থেকে বের করে নিয়ে চলে যায়। ১৩ তারিখ দেখলাম পুলিশ কী করে।...তাদের কাজটাই হয়তো ভুলে গিয়েছে। তারাও হয়তো সিন্ডিকেটের সঙ্গে জুড়ে গিয়েছে।' 


আরও পড়ুন:পুজোর মুখে অসুর বৃষ্টি, দেবীপক্ষ শুরুর আগে দুর্যোগের ঘনঘটা