সঞ্চয়ন মিত্র, কলকাতা : দেবীপক্ষ শুরুর আগে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের ভ্রুকুটি। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast in South Bengal)। অন্যদিকে, প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস। দার্জিলিঙে বন্ধ টয় ট্রেন পরিষেবা (Darjeeling Toy Train Services Stopped)।


পুজোর মুখে অসুর বৃষ্টি


মহালয়ার আগেই অসুর সেজে হাজির বৃষ্টি। একের পর এক নিম্নচাপ! আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) সূত্রে খবর, রবিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত (Depression) তৈরি হবে। তার জেরে মঙ্গলবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি। আবহবিদ দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'রবিবার ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা, ২০ তারিখ নিম্নচাপ তৈরি হবে। এর প্রভাবে ২১ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি...মাঝিদের ২১ তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে'।


ভারী বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা


এদিকে, শনিবার কয়েকঘণ্টার বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গায় রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় চরম ভোগান্তি পড়ে সাধারণ মানুষ। এবার পুজোয় ভিলেন হবে না তো বৃষ্টি? সেটাই এখন বড় প্রশ্ন বঙ্গবাসীর। 


পাহাড়ে ধস, বন্ধ টয় ট্রেন


উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে শুক্রবার কার্শিয়ঙের রঙটঙের কাছে দার্জিলিং পাহাড়ে ধস নামে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri)-দার্জিলিং (Darjeeling) টয় ট্রেন পরিষেবা। ধসের জেরে বন্ধ ৫৫ নম্বর জাতীয় সড়কের একাংশ। পুজোর মুখে টয় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন ব্যবসা মার খাওয়ার আশঙ্কা। 


আরও পড়ুন- 'এক কুইন্টালের নেতাদের পর এবার কম ওজনের নেতাদের পালা', কটাক্ষ দিলীপ ঘোষের


উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা


• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।



দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা


• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।


আরও পড়ুন: Weather Forecast : মাটি হবে পুজোর কেনাকাটা ! ফের নিম্নচাপের ভ্রুকুটিতে বাড়ল সংশয়