রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : ফের বিদ্রোহী বিধায়ক! ফের হুঙ্কার হুমায়ুনের! ফের একবার দলের শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়লেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক।
পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) মিটতেই ফের বিদ্রোহী হুমায়ুন কবীর। জয়ী নির্দল প্রার্থীদের নিয়ে নিজের বাড়িতে বৈঠক করে কার্যত রাজ্য নেতৃত্বকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। একইসঙ্গে দলের জেলা সভানেত্রীকে অপসারণের দাবিতে এখনও অনড় হুমায়ুন।
আমি খোলাখুলি নির্দলদের সমর্থন করেছি: হুমায়ুন
হুমায়ুন কবীর বলেছেন, 'আমি খোলাখুলি নির্দলদের সমর্থন করেছি। ওরা আমার লোক। চাইলে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। তাহলে ওরা স্বাধীনভাবে কাজকর্ম করতে পারবে। পঞ্চায়েতের উন্নয়নের জন্য স্থানীয়স্তরে সিদ্ধান্তই চূড়ান্ত। সেখানে রাজ্য বা সর্বভারতীয়, জেলা বা বিধায়কের কোনও ভূমিকা নেই।' এভাবে ফের একবার দলের শীর্ষ নেতৃত্বকেই চ্যালেঞ্জ ছুড়লেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
তিনি আরও বলেন, 'শাওনি সিংহ রায়কে তাঁর দলের পদ থেকে আপসারণ না করা পর্যন্ত আমরা কোনও মিটিং-এ যাব না। তাতে তাঁর যদি ক্ষমতা থাকে, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই পারে। ভাল রেজাল্ট কাকে কাকে বলে, কী ছিল ২০১৮-তে আর এখন কী হয়েছে- তার পরিসংখ্যান সে পাঠাবে, আমরাও নিয়ে যাব। তারপর কথা হবে, কে কোথায় আছে। '
দল তো ধৃতরাষ্ট্র নয় : শাওনি সিংহ রায়
'ভোটপর্ব মিটে যাওয়ার পর কেউ হাপু গান গাইলে আমার কিছু করার নেই। দল তো ধৃতরাষ্ট্র নয়, সবই দেখছে। কারও কোনও অধিকার নেই দলের ক্ষতি করার' , নাম না করে হুমায়ুনকে পাল্টা আক্রমণ জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়ের।
পঞ্চায়েত ভোটের আগে থেকেই টিকিট নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে জোরাল হয়েছে বিদ্রোহ। বিধায়ক আবদুল করিম চৌধুরী থেকে হুমায়ুন কবীর, মনোরঞ্জন ব্য়াপারী থেকে গিয়াসউদ্দিন মোল্লা, ক্ষোভের সুর শোনা গিয়েছে একাধিক শাসক বিধায়কের গলায়।
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial