মুর্শিদাবাদ: 'দল বিরোধী কাজের জন্য ' ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল। এ কথা তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করে দিলেন ফিরহাদ হাকিম। এদিকে হুমায়ুনের প্রতিক্রিয়া, ফিরহাদ হাকিমের কথার জবাব দেব না। ABP Ananda - র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন সাসপেন্ডেড হুমায়ুন কবীর।
হুমায়ুন কবীর বললেন, আমি কারও হয়ে কাজ করছি না। ২০১৯ সালে মহামান্য সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামমন্দির গড়ার ব্যাপারে যে রায় দিয়েছে, তাতে পরিষ্কার করে বলা আছে, যেখানে বাববি মসজিদ প্রতিষ্ঠিত ছিল, সেখানে রামের জন্ম হয়েছিল। সেখানে রামমন্দিরের জায়গা দিয়ে দিয়েছিল। সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ২২ জানুয়ারি , ২০২৪ রামমন্দির প্রতিষ্ঠা করেছেন। রায়ের সেকেন্ড প্যারাগ্রাফে পরিষ্কার করে বলা আছে যে...বাবরি মসজিদের জন্য ৫ একর জায়গা দিতে। উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সে জায়গাও দিয়েছে সেখানে। কিন্তু সেখানে কেন এখনও বাবরি মসজিদ হয়নি? তার কোনও উত্তর ভারতবর্ষের মুসলমানরা কেউই জানে না। আমি ..আমার জীবন চলে যায় যাবে...কেউ মাথা কেটে নেয় নেবে...অ্যারেস্ট করার হলে করবে'
তিনি পরিষ্কার জানিয়ে দিলেন,' আগামীকাল দল ছাড়ছি, ২২ তারিখ নতুন দলের ঘোষণা করব। ডেকে এনে অপমান করা হয়েছে , আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।' কাল অথবা আগামী সোমবার বিধায়কপদে ইস্তফা দেবেন হুমায়ুন। হুঙ্কার দিলেন ভরতপুরের বর্তমান বিধায়ক হুমায়ুন কবীর। তিনি আরও বলেন, 'আগামী বিধানসভা ভোটে ১৩৫ আসনে লড়ব। বিজেপির বিরুদ্ধেও লড়ব, তৃণমূলের বিরুদ্ধেও লড়ব। তৃণমূলের হিম্মত থাকলে আমার মোকাবিলা করুক'। হুমায়ুন অভিযোগ করেন, 'যে ববি হাকিম এত কথা বলছেন, সেই ববি হাকিমদের দলের সঙ্গে যে রাজ্যপালের আঁতাত আছে, তা এখন ক্লিয়ার।'
সাসপেন্ডেড হুমায়ুন কবীরের হুঙ্কার , 'কে কী বলছে আমি তার উত্তর দেব না। আমি বিজেপিতে যাচ্ছি না। তৃণমূল আমায় করা থেকে বঞ্চিত করেছে। আমি নিজের দল গড়ব। আমি বিজেপির বিরুদ্ধে নির্বাচনে লড়ব, তৃণমূলের বিরুদ্ধেও নির্বাচনে লড়ব। আমি কার সঙ্গে লড়ব, কীভাবে লড়ব, সময় কথা বলবে। ২২ ডিসেম্বর টেক্সটাইল মোড়ে আমি আমার নতুন দল ঘোষণা করব। ' হুমায়ুনের আরও দাবি, তাঁর দল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। 'দল অন্যায়ের বিরুদ্ধে হবে, তোলাবাজদের বিরুদ্ধে হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হবে। '