কলকাতা: বর্ষীয়ান বিধায়কের অকপট স্বীকারোক্তি, দলের একাংশ দুর্নীতিতে ডুবে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর (Madan Mitra) এহেন মন্তব্যে বাড়ল দলের অস্বস্তি। তাঁর সাফ কথা, দলের একাংশ, 'এলোমেলো করে দে মা লুটেপুটে খাই'  নীতি নিয়ে চলছে। এটার ওপর কঠোর নজরদারি দরকার। 


দুর্নীতিতে ডুবে: দুর্নীতি থেকে আইনশৃঙ্খলা, বিরোধীদের সমালোচনায় বিদ্ধ তৃণমূল। এবার ঘাসফুলের শিবিরের অস্বস্তি আরও বাড়ল দলেরই প্রাক্তন মন্ত্রী এবং মদন মিত্রর বক্তব্যে। বর্ষীয়ান তৃণমূল নেতা বলেন, "চোর যেখানেই যাবে, চুরি করবে। করছে দলের মধ্যেই কিছু। গিরগিটির মতো মিশে রয়েছে। আর কিছু লোক এসেছে তারা ভাবছে, তৃণমূলে এসেছি, আর কবে পাব, না পাব, এলোমেলো করে দে মা লুটেপুটে খাই। এটার উপরে কঠোর নজরদারি দরকার। আরও আরও ক্লোজ ভিজিলেন্স। সার্ভিলেন্স দরকার। একদম মানে মুহূর্তে মুহূর্তে। প্রয়োজনে দলে যারা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, তাদের নজর রাখুন টেলিফোনের উপরে।''


এদিকে আইনশৃঙ্খলা ইস্য়ুতে মুখ খুললেন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, "চায়ের দোকানে বা যে কোনও জায়গায় যদি কেউ আক্রান্ত হয়, সে তৃণমূল আক্রান্ত হোক, বিরোধীরা কেউ আক্রান্ত হোক, এটা কিন্তু ভাল বার্তা যায় না। সাধারণ মানুষ এটা নিয়ে অনেক চিন্তিত হয়। কেন থানা থেকে ২০০ মিটার দূরত্বে গুলি খেয়ে মানুষ দিন-দুপুরে মরবে? এটার জন্য অবশ্যই পুলিশ-প্রশাসনের অনেক গাফিলতি প্রকাশ পাচ্ছে। কিন্তু আধিকারিকরা এটাকে নিয়ে এমনভাবে এই সরকারটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, এটা কিন্তু খুব মারাত্মক। এটাও গ্রামগঞ্জে প্রবাদবাক্য আছে, যে হরি ঘোষের গোয়ালে যে যা খুশি করো, পার পেয়ে যাবে। তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে এ রাজ্য়ের তুলনায় বুদ্ধদেব ভট্টাচার্যের আমলের পুলিশকে কার্যত ভাল বলে সার্টিফিকেট অবধি দিয়েছেন হুমায়ুন কবীর। তিনি বলেন, "জ্যোতিবাবু যখন পুলিশমন্ত্রী, মুখ্যমন্ত্রী তখনও আমরা রাজনীতিতে কংগ্রেসের, আমাদের নেত্রীও কংগ্রেস করতেন, আমরাও কংগ্রেস করতাম। তার পরবর্তী সময় বুদ্ধবাবুর ১০-১১ বছরের, তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশমন্ত্রী ছিলেন, কিন্তু আমি আপনাকে বলছি, একটা থানার বিরুদ্ধে যদি পুলিশ সুপারকে বলা হতো, যে এই থানার অফিসার, এই ধরনের গাফিলতি করছে, এই ধরনের জনগণের সঙ্গে অসহযোগিতা করছে, বা এই ধরনের দুর্নীতিতে যুক্ত আছে, বলার সঙ্গে সঙ্গে না হলেও, একদিন পরে হলেও তার একটা ফিডব্যাক পেতাম। সেই পুলিশ সুপারের কাছ থেকে, সেই OC বা সেই থানার বিরুদ্ধে একটা বিচার পাওয়া যেত।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: Train Service Disruption: লোকাল ট্রেনের যাত্রাপথ কাটছাঁট, শিয়ালদা-বনগাঁ শাখায় রেল অবরোধ