কলকাতা: নেটমাধ্যমে অনুরাগীদের কখনও নিরাশ করেন না তিনি। কখন কোথায় যাচ্ছেন, কী করছে, ভিডিয়ো আপলোড করে তা জানাতে থাকেন সর্ব ক্ষণ। শুক্রবারও তার অন্যথা হয়নি। একটি অনুষ্ঠান থেকে ভিডিয়ো আপলোড করেছিলেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। কিন্ত তার পরই জানা গেল পথ দুর্ঘটনায় আহত হয়েছেন জোড়াফুলের ‘রঙিন ছেলে’ মদন। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন তিনি।
এ দিন মোটরসাইকেল চালিয়ে বেলঘরিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মদন। সেই সময়ই পথ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে চোট পান। সমর্থকরা তড়িঘড়ি উদ্ধার করেন তাঁকে। চেয়ারে বসিয়ে সেবা-শূশ্রূষা করা হয়। এবিপি আনন্দের ক্যামেরায় আহত অবস্থায় চেয়ারে থাকতে দেখা গিয়েছে। হাঁটুর কাছে ব্যান্ডেজ করা হয়েছে তাঁর।
আরও পড়ুন: Rail Accident: দোমহনির রেল দুর্ঘটনাস্থলে 'ভূতের ভয়', কুসংস্কার বলে দাবি বিজ্ঞান মঞ্চের
দুর্ঘটনার কথা জানাতে গিয়ে এবিপি আনন্দকে মদন বলেন, ‘‘খুব জোর বেঁচে গিয়েছি। মাথাটা পিছনের চাকা আর সামনের চাকার মাঝে পড়ে গিয়েছিল। এক বার এগোলেই বিপদ ঘটে যেত। তাই মাথা বার করার চেষ্টা করি প্রথমেই। প্রচণ্ড পেয়ে গিয়েছিলাম।’’ দুর্ঘটনায় চোখের ক্ষতি হতে পার বলেও আশঙ্কা প্রকাশ করেন মদন। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা যদিও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে মদন রক্ষা পেয়েছেন, তাতেই খুশি তাঁর সমর্থক এবং অনুরাগীরা।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর দায়ের করা মামলায় এ দিনই অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে মদনের। তার পরেই এই দুর্ঘটনা।
অন্য দিকে, এ দিনই প্রায় দু’বছর ধরে বন্ধ থাকা খিদিরপুর রুটে ট্রাম চলাচল ফের চালু করার আশ্বাস দেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন। তিনি জানান, শীঘ্রই এই বিষয়ে পরিবহণমন্ত্রীকে রিপোর্ট দেবেন তিনি। ২০২০ সালের মে মাসে আমফানের জেরে খিদিরপুর রুটে অধিকাংশ ক্ষেত্রেই ট্রামের ওভারহেডের তার ছিড়ে যায়। তারপর থেকেই এই রুটে ট্রাম চলাচল বন্ধ ছিল। ফের ট্রাম পরিষেবা শুরুর দাবিতে বিক্ষোভও হয়।