সমীরণ পাল, কামারহাটি : পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Vote) শিকও কাজে লাগবে, কাবাবও কাজে লাগবে। কামারহাটিতে খাদ্য উৎসবের উদ্বোধন করতে গিয়ে এমনই মন্তব্য করতে শোনা গেল এলাকার তৃণমূল বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra)। মানুষ জেগে উঠলে, আপনি ১-২ ঘণ্টাও সময় পাবেন না বলে মদন মিত্রকে পাল্টা কটাক্ষ করেছেন সজল ঘোষ।
হাতে গরম শিক ! তাতে গরম গরম কাবাব ! সেই গরম শিক কাবাব হাতে নিয়ে মুখেও গরমাগরম কথা ! পঞ্চায়েত ভোটের মুখে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কামারহাটির খাদ্য উৎসবের উদ্বোধন করার পর, কার্যত হুঁশিয়ারি শোনা গেল তাঁর মুখে। তিনি বললেন, দেখ সামনে পঞ্চায়েত নির্বাচন। কী করবে ছেলেমেয়েরা, সারাদিন খালি কাজ করবে ? কাবাবটাও খাবে, শিকটাও খুব কাজে লাগবে।
নির্ঘণ্ট ঘোষণা না হলেও, আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। ২০১৮-র পঞ্চায়েত ভোটের অশান্তির পুনরাবৃত্তি ঠেকাতে যখন কোমর বাঁধছে বিরোধীরা, তখনই মদন মিত্রর মুখে শোনা গিয়েছিল ৯৮ শতাংশ আসনে তৃণমূলের জয়ের কথা ! আর এবার শিক-কাবাব !
পঞ্চায়েতের রেজাল্ট কেমন হবে মনে হয় ? এই প্রশ্নের উত্তরে মদন বলেন, '৯৮% জায়গায় তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে।' কিন্তু, ২% বাদ দিলেন কেন ? এর উত্তর তৃণমূল বিধায়কের মন্তব্য, '২% বাদ না দিলে ভোটটা ক্যানসেল হয়ে যাবে। একটু রেখেঢেকে তো খেলতে হয়। এই তো খেলা শুরু হয়ে গেল না !' এবার মজার ছলে তিনি বললেন, কাঁচা মাংস সেটাকে পুরো ঝলসানো হবে। সেটাতে বাটার পড়বে, মধু পড়বে, ঘি পড়বে। দেওয়ার আগে পুরো লেবু দিয়ে টিপে তারপর বিটনুন আর লঙ্কা। ওহ্ লাভলি।
এনিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, কোনও এক সকালে উনি ১-২ ঘণ্টা সময় পাবেন না, যখন জনগণ জেগে উঠবে। যেমন শ্রীলঙ্কায় দেখেছেন... এটা বিজেপি সিপিএমের বিষয় নয়, এরা গণতন্ত্রের শত্রু। মানুষকে জাগতে হবে।
কখনও গাছে বেঁধে মারের পরামর্শ। কখনও আবার দাড়ি-গোঁফ উপড়ে ফেলার হুঁশিয়ারি। তো আবার কখনও হাতে ঝাঁটা, খুন্তি, সাঁড়াশি রাখার নির্দেশ। সম্প্রতি হুঁশিয়ারির ফুলঝুরি ছড়িয়েছে শাসক-বিরোধীর নেতা-নেত্রীদের মুখে। এরপরও কি নির্বিঘ্নে হবে পঞ্চায়েত ভোট ? যত দিন যাচ্ছে, তখনই জোরাল হচ্ছে প্রশ্নটা !
আরও পড়ুন ; পঞ্চায়েত ভোটের আগেই প্রকাশ্যে ফাটল, দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল সদস্য়দের