কলকাতা: পুরভোটের (WB Municipal Polls 2022) প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছে রাজ্যের আনাচে কানাচে। সেই পরিস্থিতিতে বিক্ষুব্ধ নেতা এবং কর্মীদের পাশেই দাঁড়াতে দেখা গেল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra) । সকলকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেন মদন। সেই সঙ্গে জামালেন, বিষয়টি নিয়ে তিনি দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চিঠি লিখবেন তিনি। ক্ষোভের কথা জানাবেন।


শনিবার সরস্বতী পুজো। কামারহাটিতে সেই উপলক্ষে দেবীর বন্দনায় দেখা যায় মদনকে। কিন্তু সরস্বতীর পুজোর মধ্যেও দলে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা নিয়ে রাখঢাক করলেন না মদন।  তিনি বলেন, ‘‘এমন অনেক প্রার্থীকে জানি, যাঁরা দেওয়াললিখনও করে ফেলেছিলেন। এটা স্বাভাবিকই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে আমি যদি জানতে পারি যে প্রথম বিভাগে পাশ করে ফেলেছি। কিন্তু পরে গিয়ে দেখা যায়, তা হয়নি। দুঃখ তো হবেই। ওঁদের জন্য আমি সমব্যথী। কেন এমন হল। দলীয় নেতৃত্ব নিশ্চয়ই বিবেচনা করে দেখছেন। আসলে এই মুহূর্তে তৃণমূল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা সর্বশক্তিমান ঈশ্বরের মতো। এখানে যাই হোক না কেন, তৃমমূলই জিতবে। সে রাস্তা অবরোধই হোক বা টায়ারই জ্বলুক।’’


বিষয়টি নিয়ে তিনি নিজে মধ্যস্থতা করবেন বলে আশ্বাসও দেন মদন। বলেন, ‘‘সকলকে বলব, দল ছেড়ে কেউ যাবেন না। কারণ তাতে লাভ হবে না। অন্য কোনও দল সেই জায়গায় নেই। বাংলায় একটাই দল, তৃণমূল। দেখা যাক কী ব্যবস্থা করা যায়। দলীয় নেতৃত্ব হয়ত আমার সঙ্গে কথা বলেননি, আরও উপরের নেতাদের সঙ্গে হয়ত কথা বলেছেন। আমি নিজে ব্যক্তিগত ভাবে চেষ্টা করব। সংযত থাকুন সকলে। দেখা করতে পারব কি না জানি না, তবে  আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে চিঠি লিখব। দু’-একটি ছোট কথা জানাব ওঁদের।’’


আরও পড়ুন: Nadia News: বিক্ষোভ, পথ অবরোধ, প্রার্থী বদলের দাবিতে নদিয়াতেও অশান্তি তৃণমূল কর্মীদের


উল্লেখ্য তৃণমূলের পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখা দিয়েছে। খড়গপুর, ব্যারাকপুর, নদিয়া, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান সকলেই দলের প্রার্থী তালিকার বিরুদ্ধে সরব হয়েছেন। কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নেমেছেন নেতা-কর্মী-সমর্থকেরা। কোথাও আবার পথ অবরোধ, গাড়ি ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে।


অন্য দিকে, সদ্য বিজেপি থেকে তৃণমূলে এসে নেতাদের কোন যুক্তিতে টিকিট দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকদের। আবার প্রার্থী ঘোষণা করেও বেশ কিছু জায়গায় তালিকায় রদবদল ঘটানো হয়েছে। সেই নিয়েও বিক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে বিজেপি-র (BJP) তরফে কটাক্ষ করা হয়েছে জোড়াফুল শিবিরকে।