সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  সামনেই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উদযাপন। তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর ঘাসফুল শিবিরের প্রথম ২১ জুলাই ( 21 July )  উদযাপন। আর তা নিয়ে জেলায় জেলায় তুঙ্গে প্রস্তুতি। কোমর বেঁধে দলকে চাঙ্গা করতে তৈরি স্থানীয় নেতারাও । এরই মধ্যে  আমডাঙায় একুশে জুলাই এর প্রস্তুতি সভায় এসে ফের বিস্ফোরক অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ( Narayan Goswami ) ।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee )বক্তব্য টেনে এনে তিনি স্পষ্টতই বলে দেন,   পঞ্চায়েত ভোটে গাজোয়ারি করা যাবে না। রামের ভোট দেবে রাম ।  শ্যামের ভোট দেবে শ্যাম । রহিমের দেবে তাঁর ভোট।

আরও পড়ুন :


TET : 'এটা কি ক্লাস টেস্ট' , বাড়তি এক নম্বর দেওয়া নিয়ে, আদালতের ক্ষোভে প্রাথমিক শিক্ষা পর্ষদ


সেই সঙ্গে তিনি এও বলেন; এত বড় পরিবার নিজেদের মধ্যে মতের অমিল থাকতেই পারে । তৃণমূলে সব লোকই ভালো এটাও বলা যায় না। সেই সঙ্গে বিধায়ক প্রত্যয়ের সুরে জানিয়ে দেন,  মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন, সে কাজের জোরে পঞ্চায়েত ভোটে জয় হবেই ।


কিছুদিন আগে এক সভায় বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন বিধায়ক। তিনি বলেন, ভোটের পর এলাকায় গন্ডগোল করলে অভিযুক্তদের "রাম দাওয়াই" দেওয়া হবে। রাম দাওয়াই-এর বক্তব্যের সাফাইও অবশ্য দেন তিনি। বলেন, "সিপিএম-কংগ্রেসের ভাইজানের জোট কোথাও কোথাও শান্তি বিঘ্নিত করতে চাইছে। পুলিশকে আমরা বলছি। ওরা কড়া হাতে সেগুলোর মোকাবিলা করার চেষ্টা করছে। আমাকে কেউ ঢিল-বোমা মারলে, আমি তো আর রসগোল্লা ছুড়ব না। কর্মীদের মানসিক জোর রাখার জন্য আমরা এটা বলেছি। নিজেদের তৈরি করতে হবে, প্রতিরোধ তৈরি করতে হবে।"


নারায়ন  গোস্বামীর সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ,  আমডাঙার বিধায়ক রফিকার রহমান।