সাদাম্পটন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে হারের পর টি-টোয়েন্টি সিরিজে নামছে ভারত (Ind vs Eng)। প্রথম ম্যাচ বৃহস্পতিবার। সেই ম্যাচে ফিট হয়ে নামছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ম্যাচের আগে তাঁকে স্বস্তি দিচ্ছে দুটো ব্যাপার।


এক, টেস্টে পরাজিত দলের বেশিরভাগ ক্রিকেটারই টি-টোয়েন্টির (T-20 Series) দলে নেই। পরিবর্তে ভারতীয় শিবিরে দেখা যাবে এক ঝাঁক নতুন মুখ। যাঁদের মধ্যে টেস্টে হারের গ্লানি নেতিবাচক কোনও প্রভাব ফেলবে না। দুই, আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে আসায় এবং বেশ কিছুদিন ইংল্যান্ডের পরিবেশে কাটিয়ে দেওয়ায় টি-টোয়েন্টি দলের ক্রিকেটারেরা অনেক সড়গড় হয়ে উঠেছেন।


প্রথম ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, 'ভারতের হয়ে প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। মাঠে নেমে নিজেদের কাজটা করতে হবে। শুধু বিশ্বকাপের কথা ভাবলেই হবে না। তবে অনেক তরুণ ক্রিকেটার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে। কেউ রাজ্য দলে, কেউ আইপিএলে ভাল খেলেছে। ইংল্যান্ড খুব কঠিন প্রতিপক্ষ। তবে ছেলেরা আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে খেলেছে। এখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে সড়গড় হয়ে উঠেছে।'


রোহিত আরও বলেছেন, 'এই পর্যায়ে সকলেই জিততে চায়। ব্যাটিং হোক বা বোলিং, দল হিসাবে সাফল্যের খিদে রয়েছে সকলের। সবার সঙ্গে কথা বলেছি। ওরা টেস্ট ম্যাচটা দেখেনি। টেস্টে হার হতাশাজনক। তবে সেই ফলের প্রভাব এই ফর্ম্যাটে পড়বে কি না, সেটা সময়ই বলবে। এই ছেলেরা ভাল ক্রিকেট খেলছে। আর ইংল্যান্ডের সীমিত ওভারের দল অনেক আলাদা। টেস্ট দলের অনেকে নেই। ভারত-ইংল্যান্ড ম্যাচ সব সময়ই উত্তেজক হয়েছে। এবারও তাই হবে। সে যেই দলে সুযোগ পাক না কেন। এই ছেলেরা অনেকদিন এখানে রয়েছে। সমস্যা হবে না।'


আইপিএলে বল হাতে গতির ঝড় তুলেছিলেন উমরন মালিক। ভারতীয় দল কি মাঝের ওভারগুলোয় উমরনকে কাজে লাগাবে? রোহিত বলছেন, 'আমাদের পরিকল্পনায় ভাল মতোই রয়েছে উমরন। ওর কাছে দলের কী প্রত্যাশা, সেটা বুঝতে হবে। বিশ্বকাপের কথা মাথায় রেখেই ওকে দেখা হবে। আইপিএলে ওর বলের গতি দেখেছি। নতুন বলে নাকি মাঝের ওভারে, কোথায় ব্যবহার করা হবে সেটা ভেবে দেখতে হবে। আইপিএল দলের হয়ে খেলা আর জাতীয় দলের হয়ে খেলা এক নয়। ভূমিকাও পাল্টে যায়।'


আরও পড়ুন: করোনামুক্ত রোহিত, বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামতে মুখিয়ে