মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে আক্রমণ করতে গিয়ে বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ শানালেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, "খ্যাপা ষাঁড়ের মতো বডি ল্যাঙ্গোয়েজ।'' বিজেপিতে যোগ দিতে দেওয়া হয়নি বলেই রোষ বলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। 

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের লাউদোহায় তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল। সেখানেই কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে আক্রমণ করতে গিয়ে বিরোধী দলনেতাকে খ্যাপা ষাঁড়ের সঙ্গে তুলনা করেন তৃণমূল বিধায়ক। পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "বিরোধী দলনেতার বডি ল্যাঙ্গোয়েজ হল খ্যাপা ষাঁড়ের মতো। মনে হয় যেন কাউকে গুঁতোতে আসছে। আরে বাবা বিরোধী দলনেতা, তিনি পূর্ণমন্ত্রীর সমস্ত ক্ষমতা ভোগ করেন। তিনি সরকারকে পরামর্শ দিন। তিনি সরকারের সমালোচনা করুন। কিন্তু তার লক্ষ্য, কলকাতায় চলে গেলেন, কলকাতা থেকে দিল্লি চলে গেলেন। দিল্লির পঞ্চায়েত মন্ত্রীকে বিজেপির বলে এলেন বাংলার যারা গরিব মানুষ যারা ১০০ দিনের  খেটে খাওয়া মজদুর তাদের ১০০ দিনের টাকা বন্ধ করে দাও। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আসানসোলের বিজেপি নেতা  জিতেন্দ্র তিওয়ারি বলেন, "ভুলে গেছেন কয়েকমাস আগেই তো ওঁর পায়ে গিয়ে পড়ছিলেন, যে পাণ্ডবেশ্বর সিটটা যদি আমাকে দিয়ে দেন তাহলে আমি বিজেপি জয়েন করতে রাজি আছি। উনি দরজা বন্ধ করে দিয়েছেন। আপনার মতো অত্যাচারী ব্যক্তি যিনি লোহা চোর, কয়লা চুরি, বালি চুরির সঙ্গে যুক্ত তাকে উনি দলে ঢুকতে দেবেন না এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আপনার এত রাগ।''

এর আগে অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। যা নিয়ে আসরেও নামে বিজেপি। বিতর্কের আবহে আবার উল্টো সুর শোনা যায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর গলায়। কী বলেছিলেন তিনি? "কীভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ, যুদ্ধ খেলা। গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। ফিটিং করে... এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এ সিঁদুর বাঙালির রক্তে। এ সিঁদুর  মায়ের সিঁথিতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে, তাঁকে উচিত শিক্ষা দিতে হবে।'' এনিয়ে বিতর্ক শুরু হতেই তৃণমূল বিধায়ক দাবি করেন, তিনি সেনাকে সম্মান করেন এবং তিনি যে মন্তব্য করেছেন, তার অপব্যাখ্যা করা হচ্ছে।