নয়াদিল্লি : ভারতের কোভিডগ্রাফে কিছুটা হলেও স্বস্তি। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১, ৭৯৩ জন, যা কি না গতকালের পরিসংখ্যানের থেকে ৩০ শতাংশ কম ( 30% drop in daily Covid cases)
- ভারতে গত ২৪ ঘন্টায় ১১৭৯৩ টি নতুন COVID-19 কেস রেকর্ড করা হয়েছে।
- গত ২ ঘন্টায় ভারতে কোভিড-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা ২৭।
- দৈনিক পজিটিভিটি রেট ২.৪৯ শতাংশ।
- সাপ্তাহিকপজিটিভিটি রেট ৩.৩৬% ।
- এ পর্যন্ত মোট ৮৬.১৪ কোটি পরীক্ষা করা হয়েছে।
- গত ২৪ ঘন্টায় ৪৭৩৭১৭ টি করোনা পরীক্ষা করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সোমবারের আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন হাজার জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৭৩।
- রাজ্যের করোনা পরিস্থিতি
ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত পাঁচশোরও বেশি। এক ধাক্কায় অনেকটা বাড়ল দৈনিক পজিটিভিটি রেট। সোমবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫১ জন। যদিও কোভিড আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর নেই।
রাজ্যের কোভিড-গ্রাফ:
- গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৫৫১ জন।
- রাজ্যে পজিটিভিটি রেট ৯ দশমিক ৫৫ শতাংশ।
- রবিবার রাজ্যে পজিটিভিটি রেট ছিল ৫ দশমিক ১১ শতাংশ।
- তবে উদ্বেগ কমিয়ে করোনায় দৈনিক মৃতের সংখ্যা শূন্য।
- গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ২৪৮ জন।
- রাজ্যে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।
- গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৫ হাজার ৭৬৯ টি।
- রাজ্যে এখন হোম আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৯২৩ জন।
- কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৫৭ জন