করুণাময় সিংহ ও আশিস বাগচি, মোথাবাড়ি : ভোট ভাগাভাগির ষড়যন্ত্র করছেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক ও (TMC MLA) সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। একই মঞ্চ থেকে অধীরকে নিশানা করেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রও (Sabitri Mitra)। পাল্টা জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও।
ভোট ভাগাভাগির চক্রান্তের অভিযোগ-
অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট ভাগাভাগির চক্রান্তের অভিযোগ। মালদায় প্রকাশ্য সভা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিশানা এক মন্ত্রী-সহ ২ তৃণমূল বিধায়কের। মোথাবাড়ির তৃণমূল বিধায়ক ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, এখানে যদি কংগ্রেস শক্তিশালী, আজকে যদি ভোট ভাগাভাগি করে, লাভ কার হবে ? একটি ভোটও যেন আগামী পঞ্চায়েতে ভাগাভাগি না হয়। যে ভাগাভাগির চক্রান্ত আজকে অধীররঞ্জন চৌধুরী করছেন। অধীররঞ্জন চৌধুরী, বিজেপির বি-টিম হয়ে কাজ করছেন।
কিন্তু হঠাত্ করে কেন এই নিশানা ? রাজ্য প্রশাসন সূত্রে খবর, ফেব্রুয়ারি কিংবা এপ্রিলের মধ্যেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। নির্বাচন উপলক্ষ্যে দিন কয়েক আগে, মালদার সুজাপুরে সভা করেন অধীর চৌধুরী। সেই সভাতেই, দলীয় কর্মীদের উজ্জীবিত করতে তিনি বলেন, কংগ্রেস আবার জাগবে।
সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার তৃণমূলের নিশানায় অধীর চৌধুরী। সুজাপুরে দলীয় সভামঞ্চ থেকে অধীর চৌধুরীকে আক্রমণ করেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি বলেন, অধীরবাবু বলছেন, কংগ্রেসকে ফিরিয়ে আনতে হবে। আমি বলি, এই কংগ্রেসের যে আদর্শ ছিল, সেখানে আপনাকে মানায় না। তাই আপনার মুখে কংগ্রেসকে ফিরিয়ে আনার কথা বলা যায় না।
অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, মমতার সঙ্গে বিজেপি অর্থাত্ দিদি-মোদির সম্পর্কের কথা সবাই জানে। গরু ছাগল কোথায় কী বলল, তা নিয়ে কিছু বলার প্রয়োজন মনে করি না।
পঞ্চায়েত ভোট হতে এখনও ৩-৪ মাস বাকি। তার আগে, তুঙ্গে আক্রমণ-প্রতি আক্রমণ।
প্রসঙ্গত, বুধবার সিভি আনন্দ বোসের রাজ্যপাল হিসেবে শপথগ্রহণের পরই আনন্দের কাছে ঝালদা পৌরসভা নিয়ে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। পৌরসভা নির্বাচনে জয়ী প্রার্থী তপন কান্দু খুন হওয়ার পর সম্প্রতি ভোটে জিতে ঝালদার দখল পেয়েছে কংগ্রেস। কিন্তু অধীরের আশঙ্কা, ঝালদা পৌরসভায় প্রশাসক বসাতে পারে রাজ্যের তৃণমূল সরকার।
আরও পড়ুন ; শপথের পরই অভিযোগের চিঠি পেলেন রাজ্যপাল, ঝালদায় প্রশাসক বসানোর চেষ্টা, দাবি অধীরের