কলকাতা: পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল করলেন শাসক দলেরই নেতা? সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে আজব দাবি করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা (Saokat Mollah) । যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী শিবির।
সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। এবার সেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়েই এই মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন থেকে, বাগদায় বিজেপি কর্মীদেরকে খুন ও ধর্ষণের হুমকি, একের পর এক অভিযোগে জড়িয়েছে সিভিক ভলান্টিয়ারদের নাম। ছাত্রনেতা আনিস খানের খুনের ঘটনাতেও গ্রেফতার হয়েছিল এক সিভিক ভলান্টিয়ার। আর জি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবধি সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই পরিস্থিতিতে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়ালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তিনি বলেন, "আজকে এখানে যারা বসে আছেন তারা বুকে হাত দিয়ে বলুন তো...আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ আদিবাসী। স্বাধীনতার পরে আপনারা কখনও দেখেছেন, আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোনও পরীক্ষা চাকরির, কোনও পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে?''
সিভিক ভলান্টিয়ার নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ বিরোধীদের আজকের নয়। এবার খোদ তৃণমূল বিধায়ক যেভাবে কার্যত কৃতিত্ব নেওয়ার কায়দায় পরীক্ষায ছাড়া নিয়োগের কথা বলেছেন, তা লুফে নিয়েছে বিরোধীরা। রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। পুলিশ সূত্রে খবর, বিজ্ঞপ্তি বেরনোর পর অফলাইনে আবেদন জমা দেন চাকরিপ্রার্থীরা। তারপর সিভিক ভলান্টিয়ার নিয়োগের ইন্টারভিউ নেওয়ার জন্য কমিটি গঠন করা হয়। সেই বিশেষজ্ঞ কমিটি আবেদনকারীদের ইন্টারভিউ নেয়। সফল হলে মেলে চাকরি। পুলিশ সূত্রে খবর, নিয়ম অনুযায়ী, কোনও ক্রিমিনাল রেকর্ড বা ফৌজদারি মামলা থাকলে সেই প্রার্থী আর সিভিক ভলান্টিয়ারের চাকরি পাবেন না। যদিও আর জি কর-কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেন, "এটা একটা সুন্দর ব্যবস্থা (সিভিক ভলান্টিয়ার) যেখানে, রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত করা হচ্ছে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ডের ১০০ দিন; সাইকেল ব়্যালি, মানববন্ধন শহরে, বিচার চেয়ে জ্বলল ১০০ মোমবাতি