পারথ: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ২২ নভেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy)। সেই সিরিজ়ের শুরুতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) পাওয়া নিয়ে প্রবল সংশয়। রোহিত শর্মা প্রথম টেস্ট (IND vs AUS) খেলতে পারবেন না বলেই একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। কিন্তু রোহিত নয়তো কে? পারথে টিম ইন্ডিয়াকে কে নেতৃত্ব দেবেন?
অধিনায়ক রোহিত শর্মার বদলে স্বাভাবিক নিয়মেই সহ-অধিনায়ক দলকে নেতৃত্ব দেবেন। এই সিরিজ়ে ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। রোহিতের পরিবর্তে তাঁর অনুপস্থিতিতে তাই বুমরারই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা। রোহিত শর্মা দ্বিতীয়বার বাবা হয়েছেন। তাঁর সন্তান জন্মাবে বলেই তিনি বাকি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি। সদ্যই তাঁর সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরেই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দেবেন বলে খবর ছিল।
শীঘ্রই তিনি অজ়িভূমে পৌঁছেও যাবেন বলে খবর। তবে আপাতত সদ্য দ্বিতীয়বার বাবা হওয়া রোহিত পরিবারের সঙ্গে আরও খানিকটা সময় কাটাতে চান বলে খবর। এক বিসিসিআই সূত্র জানান, 'আমরা ভাবছিলাম ওঁ হয়তো এইবার রওনা দেবেন। তবে ওঁ বিসিসিআইকে জানিয়েছে যে ওঁর পক্ষে এখনই যাওয়া সম্ভব নয়, আরও খানিকটা সময় প্রয়োজন। ওঁ অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের আগে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে। প্রথম ও দ্বিতীয় টেস্ট ম্যাচের মধ্যে তো নয়দিনের ব্যবধান রয়েছে। তাই রোহিত ওই সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবেন।'
অর্থাৎ সরকারিভাবে ঘোষণা না হলেও, প্রথম টেস্ট ম্যাচে রোহিত যে পারথে খেলতে নামবেন না, তা কার্যত নিশ্চিত। ফলে ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার মাটিতে এবার অধিনায়ক বুমরাকে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। তবে এই টেস্ট ম্যাচের আগে কিন্তু ভারতীয় শিবিরে চোটআঘাতের অশনি সংকেত দেখা দিয়েছে। সরফরাজ খান চোট পেয়েছেন, কেএল রাহুলও চোট পেয়ে ভারতীয় নেট ছেড়েছেন। এবার নতুন খবর অনুযায়ী চোট পাওয়া শুভমন গিলের বাঁ-হাতে বুড়ো আঙুলে চিড় ধরেছে। তাই পারথে তাঁর খেলাও প্রায় অসম্ভব। এমন পরিস্থিতিতে ভারতীয় টপ অর্ডারের সামনে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতে কিংবদন্তি কপিল দেবকে পিছনে ফেলার সুবর্ণ সুযোগ যশপ্রীত বুমরার সামনে