কলকাতা : 'এইবার মানববন্ধন, রাত দখল এবং বিচার চাইতে রাস্তায় নামবেন তো ?' প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে একটি পোর্টালের মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ প্রসঙ্গে এই প্রশ্ন তুললেন বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সোমবার বরানগর থানায় ডেকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল তন্ময় ভট্টাচার্যকে। ইতিমধ্যেই দলের সদস্য পদ থেকে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম। যদিও অভিযোগ অস্বীকার করে পরিকল্পিত কুৎসা বলে মন্তব্য করেছেন সাসপেন্ডেড সিপিএম নেতা। এদিকে এই অভিযোগকে হাতিয়ার করে পথে নামতে চলেছে তৃণমূল। সরব হয়েছে বিজেপি-ও।
একটি পোর্টালের মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ উঠেছে প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে। যার ভিত্তিতে সোমবার বরানগর থানায় ডেকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে। অভিযোগকারী মহিলা সাংবাদিকের দাবি, রবিবার তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে গেছিলেন। তখনই সিপিএম নেতা তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপরই বরানগর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৫-এর ২ ধারায় মামলা হয়েছে।
এই অভিযোগ ওঠার পর, দলের সদস্য পদ থেকে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম। এ প্রসঙ্গে তন্ময় ভট্টাচার্য অবশ্য বলছেন, 'ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি নয়। আমার ওজন ৮৩ কেজি। ৮৩ কেজি ওজনের এক জন পুরু ষ মানুষ যদি ৪০ কেজি ওজনের এক মহিলার কোলে বসে পড়েন, তা হলে সেই মহিলা শারীরিক ভাবে ফিট থাকে কি না, আমি জানি না। এটা পরিকল্পিত কুৎসা।'
এই ইস্যুতে এবার সরব হলেন সায়ন্তিকা। তিনি বলেন, 'আমাদের একটাই প্রশ্ন, যাঁরা অভয়ার জন্য বিচার চেয়েছিলেন, আমরা সকলেই চেয়েছিলাম অভয়ার জন্য বিচার...এখনও চাইছি...তাঁরা এইবারেও মানববন্ধন করবেন তো ? তাঁরা এইবারেও রাত দখল করবেন তো ? তাঁরা এইবারেও বিচার চাইবেন তো ? কারণ, অভয়াকেও তাঁর কর্মক্ষেত্রেই ধর্ষণ করে খুন করা হয়েছিল। এই ক্ষেত্রে একজন মহিলা সাংবাদিককে তাঁর কর্মক্ষেত্রে তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করা হয়েছে, যেটা নির্দিষ্টভাবেই একটা 'Potential Rape'-এর প্রথম ধাপ বলা যেতে পারে। আমরা সরব মণিপুরের বেলাতে ছিলাম। আমরা সরব অভয়ার বেলাতেও ছিলাম, আছি। এই বেলাতেও আমরা প্রত্যেকেই সরব থাকব। কিন্তু, যাঁরা অভয়ার বেলায় সরব ছিলেন এবং মণিপুরের ঘটনার বেলায় নীরব ছিলেন, তাঁরা এইবার মানববন্ধন, রাত দখল এবং বিচার চাইতে রাস্তায় নামবেন তো ? '
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।