জয়ন্ত পাল, বিধাননগর : এবার দুর্নীতি ইস্যুতে সরব রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee)। বিধাননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রের নিশানায় প্রাক্তন মেয়র পারিষদ। দুজনের মধ্যে তুঙ্গে উঠেছে কথার লড়াই।


এককালের সতীর্থ, এখন রাজনীতির দুই মেরুতে। দুর্নীতি ইস্যুতে এবার যুযুধান রাজারহাট-নিউটাউনের (Rajarhat Newtown) তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও রাজ্য বিজেপির আহ্বায়ক দেবাশিস জানা। সম্প্রতি বিধায়ক তহবিলের টাকা তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভা (Bidhannagar Municipality) ঠিকঠাকভাবে খরচ করছে না বলে অভিযোগ করেছিলেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। যা নিয়ে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণ করেন তাপস চট্টোপাধ্যায়ের একদা সতীর্থ ও বর্তমানে বিজেপি নেতা দেবাশিস জানা। তিনি বলেন, এসব নিজেদের মধ্যে খেয়োখেয়ি। তাপস হয়তো নিজের মেয়ের ওয়ার্ডে বা রহিমা বিবির ওয়ার্ডে দিয়েছে। তাতে এরা ক্ষুণ্ণ। সবার ওয়ার্ডে দেয়নি। তৃণমূলের অভ্যন্তরীণ লড়াই।


আরও পড়ুন ; 'পার্থ তথ্য গোপন করছেন, দুর্নীতির দায় এড়ালেন কল্যাণময়', বয়ান না মিললে কী পদক্ষেপ সিবিআই-র ?


এবার পাল্টা আক্রমণের পথে হাঁটলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি বলেন, কে দেবাশিস জানা ? সে আমাদের সব নষ্ট করেছে। আমাদের কর্পোরেশনকে নষ্ট করেছে। ওর বিরুদ্ধে যদি সাহস থাকে, একটা কমিশন করলে কোটি কোটি টাকা ঘুষের অভিযোগ থাকবে। সে কী করে রহিমা বিবির নাম, আরাত্রিকা, সবে নতুন এসেছে, তাদের নাম নিচ্ছে। উনি জানেন কাজ কাকে বলে ? কোনও অন্তর্কলহ নেই। আমি আমার সিস্টেমের কথা বলেছি।


তৃণমূল বিধায়ককে পাল্টা জবাব-


২০১৫ থেকে ২০২০ পর্যন্ত তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র ছিলেন তিনি। সেই সময় ওই পুরসভার মেয়র পারিষদ নিকাশি পদে ছিলেন দেবাশিস জানা। ২০২১-এর মার্চ মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তাপস চট্টোপাধ্যায়ের আক্রমণের জবাব দিতে দেরি করেননি বিজেপি নেতাও। দেবাশিস জানা বলেন, কাচের ঘরে থেকে ইট ছোড়া উচিত নয়। জালি সার্টিফিকেটওয়ালা ইঞ্জিনিয়ারকে নিয়ে ২০১৪ পর্যন্ত রাজারহাট-গোপালপুর কী করেছেন তার কমিশন বসলে হয়তো তাঁর সর্বোচ্চ নেত্রী খুব তাড়াতাড়ি অ্যাকশন নিয়ে নেবেন। আমার কাছে সার্চ করুক, ভিজিল্যান্স করুক, কমিশন বসাক। প্রমাণ করতে হবে, আর তাপস চ্যাটার্জিকে ওর ঘষা ফাইলের হিসেবে দিতে হবে।


সব মিলিয়ে তুঙ্গে উঠেছে দু’পক্ষের চাপানউতোর।