ভৌগলিক অবস্থান (South 24 Parganas Geographical Situation): দক্ষিণ ২৪ পরগনা জেলা পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত একটি প্রশাসনিক জেলা। এই জেলার সদরে আলিপুর অবস্থিত। দক্ষিণ ২৪ পরগনার উত্তর দিকে কলকাতা (Kolkata) এবং উত্তর ২৪ পরগনা জেলা (North 24 Parganas) ,পূর্বদিকে বাংলাদেশ,পশ্চিমদিকে হুগলি নদী এং দক্ষিণদিকে বঙ্গোপসাগর অবস্থিত। এই জেলাটি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তর এবং জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম জেলা।এই জেলার একদিকে কলকাতা মহানগরীর একাংশ, অপরদিকে সুন্দরবন অঞ্চলের বনাঞ্চল।
দক্ষিণ ২৪ পরগনার আজকের আবহাওয়া (South 24 Parganas Weather Update):
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনায় ফের সকাল থেকে বিকেল অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এই জেলায় আকাশ মেঘলা থাকবে।হাওয়া অফিস জানিয়েছে, এদিন সকাল সাড়ে ৮ টা, সাড়ে ১১ টা, দুুপুর আড়াইটে, বিকেল সাড়ে ৫ টা নাগাদ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ার্স।এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়ার্স। মূলত গত কয়েকদিন ধরেই একটানা আকাশ মেঘলা রয়েছে। এদিকে গত কয়েকদিন সকাল থেকেই তাপ অনুভূত হচ্ছে। মধ্য রাতেও অস্বস্তি তাড়া করে বেড়াচ্ছে বঙ্গবাসীকে।
এদিন আর্দ্রতা রয়েছে ৮২ শতাংশ। তবে টানা বৃষ্টির জেরে তুলনামূলক অন্যান্য দিনের থেকে গুমোটভাব কমেছে। এদিকে পুজোর আর মাত্র কটা দিন বাকি। এদিকে বৃষ্টি হয়েই চলেছে। পেঁজা তুলো মেঘ ভাসবে কবে ? অপেক্ষায় দক্ষিণ ২৪ পরগনাবাসী। আলিপুর আবহাওয়া দফতর কয়েকদিন আগেই জানিয়েছিল, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সেসময়ে তৈরি হয় নিম্নচাপ । যার প্রভাবে দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। ভারী বৃষ্টির সতর্কতাও জারি হয়েছিল । উপকূলের দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হয়েছিল। তবে এদিন ভারী না হলেও দক্ষিণবঙ্গের সব জেলাই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে।
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন, ইউনিফর্ম পরে বিক্ষোভ নয়, পোশাক-বিধি ঘিরে বিতর্কের মধ্যেই নির্দেশিকা স্কুল শিক্ষা দফতরের
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।