অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কুণাল ঘোষের ( Kunal Ghosh ) পর এবার তাপস রায়ের নিশানায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ( Sudip Banerjee )। 'এবার উত্তর কলকাতায় প্রার্থী হলে পরাজয় নিশ্চিত। তাঁর বাড়িতে ইডি হানার পিছনে আছেন সুদীপই' বিস্ফোরক অভিযোগ তাপস রায়ের। শুক্রবারই দলীয় পদ ছেড়ে দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুদীপের বিরুদ্ধে ইডি-সিবিআই তদন্ত পর্যন্ত চেয়েছেন তিনি। তবে তাপস রায়ের ক্ষেত্রে এই প্রথম নয়। এর আগেও সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র আক্রমণ করেছেন বিধায়ক তাপস রায়। এ বছর গোড়ার দিকেই তাপস রায় বলেছিলেন,'মমতা-অভিষেকের লয়ালিস্ট, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় তাঁদের পছন্দ করে না ' ।
তিনি বলেন, 'কুণাল ঘোষ শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয় একজন সাংবাদিক, তিনি নিজের অবজারভেশন বলেছেন। কুণাল সুদীপ সম্পর্কে যে অভিযোগ করেছে সে বিষয়ে দলের নেতা-নেত্রী সবাই সব কথা জানে। সুদীপ যখন অন্য দলে চলে গিয়েছিলেন তখন নেত্রীর সম্পর্কেও অনেক কথা বলেছেন। কোনও রাজনৈতিক দল করাই অন্যায় নয়। কিন্তু একটা দল করে অন্য দলের স্বার্থরক্ষা করা, খবরাখবর পাচার করাটা পাপ।
তাপস রায়ের অভিযোগ, 'তৃণমূলের খাচ্ছে-পরছে কিন্তু আসলে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই দোষে দুষ্ট। উত্তর কলকাতায় এবার সুদীপ বন্দ্যোপাধ্য়ায় প্রার্থী হলে গোহারা হারবে'
বিধায়ক তাপসের অভিযোগ, 'সুদীপের ইলেকশন এজেন্ট হিসাবে কাজ করেছিলাম। কিন্তু নির্বাচনের পর ওর প্রথম টার্গেট হল কী করে উত্তর কলকাতা থেকে আমাকে সরানো যায়। দলও আমাদের প্রার্থী না করে সোমেন মিত্রের স্ত্রী, সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রীকে প্রার্থী করল। কোনওদিন মানুষের জন্য, দলের জন্য, কর্মীদের জন্য সময় খরচা করেননি। '
এখানেই থামেননি তাপস। তাঁর দাবি, তাঁর বাড়িতে ইডি ঢোকানোর পিছনে দায়ী সুদীপ বন্দ্যোপাধ্যায়ই। 'এটা আমাকে আমার দলের লোকসভা-রাজ্যসভা সব মিলিয়ে অন্তত ৪০জন বলেছে। ইডির কয়েকজনের সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক আছে তাদের দিয়ে করিয়েছে। উত্তর কলকাতায় প্রার্থী হিসাবে আমার নাম উঠে আসছে বলে এগুলো করছে'
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার কুণাল ঘোষ ফের সুদীপ বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করেন। তৃণমূলের লোকসভার দলনেতার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন কুণাল। এমনকী ইডি ডিরেক্টর ও সিবিআই সদর দফতরকে ট্যাগ করে এক্স হ্যান্ডলে পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্ত হওয়া উচিত । সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফে ভুবনেশ্বর অ্যাপোলোকে দেওয়া টাকা নিয়েও তদন্ত হওয়া উচিত বলে পোস্ট করেছেন কুণাল।
- আরও দেখুন :