শিবাশিস মৌলিক, নদিয়া : লোকসভা ভোটের ( Loksabha Poll 2024 ) আগে রাজ্যে এসে ৪২ এ ৪২ চাইলেন নরেন্দ্র মোদি ( Narendra Modi )। এর আগে বঙ্গ বিজেপির সামনে ৩৫ এর টার্গেট দিয়েছিলেন অমিত শাহ (Amit Shah) । মোদি সেই টার্গেট আরও বাড়িয়ে দিয়ে বললেন 'কিন্তু তার জন্য ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে'। 


এর আগে বাংলায় এসে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ' বাংলায় ৩৫-এর বেশি আসন ভারতীয় জনতা পার্টিকে দিয়ে, মোদিজিকে প্রধানমন্ত্রী করুন। ২০২৪ সালে ৩৫টা আসন দিন। আমি বলছি, '২৫-এর প্রয়োজন পড়বে না। '২৫-এর আগেই মমতা দিদির সরকার ফুস হয়ে যাবে।'


আর এদিন তাঁর থেকে আরও একধাপ এগিয়ে গেলেন নরেন্দ্র মোদি। অমিত শাহ যেখানে ৮৩ শতাংশ আসনে জয়ের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন, সেখানে মোদি ১০০ শতাংশ আসনই টার্গেট করার নির্দেশ দিলেন। নরেন্দ্র মোদি বলেন, আগামী ৫ বছরে বিজেপি সরকার পুরো দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের অগুনতি নতুন সুযোগ তৈরি করতে চলছে। এই সময়টা বাংলার জন্যও অভূতপূর্ব বদলের সময়। কিন্তু তার জন্য আপনাদের শুরুটা এই লোকসভা ভোট থেকেই করতে হবে। করবেন তো? করবেন তো? করবেন তো? বাংলার বিকাশ হবে, তবেই দেশের বিকাশ হবে। তাই এবার ৪২টি আসনের তাই এবার ৪২টি আসনের ৪২টিতেই পদ্ম ফোটাতে হবে। আর দেশে? আব কি বার... ' জনতার তরফে জবাব এল , মোদি সরকার। 


বাংলার মানুষের উদ্দেশে তিনি বলেন, 'বাংলা সফরে আজ আমার দ্বিতীয় দিন। এই দু'দিনে বাংলার উন্নয়নের জন্য ২২ হাজার কোটি টাকার বেশি অঙ্কের প্রকল্প আপনাদের অর্পণ করার সুযোগ পেয়েছি। এই সমস্ত প্রকল্প পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পেট্রোলিয়াম ও বন্দরের পরিকাঠামোকে মজবুত করবে। এর ফলে বিনিয়োগ বাড়বে। তরুণদের জন্য আরও চাকরির সুযোগ তৈরি হবে। স্বরোজগারের সুযোগও তৈরি হবে। এলাকারও উন্নয়ন হবে। ' 


শুক্রবার আরামবাগ থেকে ক্ষুরধার আক্রমণ শাণিয়েছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে । আর শনিবার কৃষ্ণনগর থেকে মোদি বললেন, ''এখন তৃণমূলের অর্থ হল 'তু, ম্যায় অউর করাপশন'' । চৈতন্যভূমি থেকে মোদি বললেন, তৃণমূল মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে বাংলার মায়েদের ভোট নিয়েছে। কিন্তু আজ মা-মাটি-মানুষ কাঁদছে। সন্দেশখালির মায়েদের কথা তৃণমূল শোনেনি। এখানে পুলিশ নয়, অপরাধী ঠিক করে, কখন গ্রেফতার হবে'  


আরও পড়ুন :


'বাংলা খুব শীঘ্রই বিকশিত রাজ্যে পরিণত হবে' কৃষ্ণনগরে ঘোষণা মোদির